Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 14:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 তারা অব্রামের ভ্রাতুষ্পুত্র লোট, যিনি সদোমে বাস করছিলেন, তাঁকে এবং তাঁর সমস্ত সম্পদ সঙ্গে নিয়ে চলে গেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 বিশেষতঃ তাঁরা ইব্রামের ভ্রাতুষ্পুত্র লূতকে ও তাঁর সমস্ত সম্পদ নিয়ে গেলেন, কেননা তিনি সাদুমে বাস করছিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 তাঁরা অব্রামের ভাইপো লোটকে ও তাঁর বিষয়সম্পত্তিও তুলে নিয়ে গেলেন, যেহেতু লোট সদোমেই বসবাস করছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 বিশেষতঃ তাঁহারা অব্রামের ভ্রাতুষ্পুত্র লোটকে ও তাঁহার সম্পত্তি লইয়া গেলেন, কেননা তিনি সদোমে বাস করিতেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 অব্রামের ভ্রাতুষ্পুত্র লোট তখন সদোমে বাস করছিল এবং সদোমের শত্রুরা লোটকে বন্দী করল, লোটের যা কিছু ছিল সব অধিকার করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 বিশেষত তাঁরা অব্রামের ভাইয়ের ছেলে লোটকে ও তাঁর সম্পতি নিয়ে গেলেন, কারণ তিনি সদোমে বাস করছিলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 14:12
13 ক্রস রেফারেন্স  

অব্রাম তাঁর স্ত্রী সারী, ভ্রাতুষ্পুত্র লোট ও হারাণে তাঁদের অর্জিত ধনসম্পদ এবং সংগৃহীত ক্রীতদাসদের সকলকে নিয়ে কনান দেশের দিকে যাত্রা করলেন এবং সেখানে গিয়ে পৌঁছালেন।


আমি যাদের ভালবাসি তাদের শাসন ও সংশোধন করি। সুতরাং সচেষ্ট হও, মন পরিবর্তন কর।


তেরাহের বংশবৃত্তান্ত নিম্নরূপঃ তেরাহ্ ছিলেন অব্রাম, নাহোর ও হারোণের পিতা।


এর পরে আমি স্বর্গ থেকে আর এক বাণীশুনলাম: “হে আমার প্রজাবৃন্দ, ওর মধ্যে থেকে বেরিয়ে এস তোমরা, তাহলে ওর পাপের অংশীদার তোমরা হবে না, তোমাদের উপরে বর্তাবে নাতার দণ্ডের ভাগ।


সহসা কোন বিপত্তিতে নির্দোষের মৃত্যু হলে ঈশ্বর হাসেন।


তিনি জনমণ্ডলীকে উদ্দেশ করে বললেন, তোমরা এই দুষ্ট লোকদের তাঁবুর কাছ থেকে দূরে সরে যাও, ওদের কোন জিনিস স্পর্শ করো না, তাহলে এদের পাপে তোমরাও ধ্বংস হয়ে যাবে।


শত্রুপক্ষ তখন সদোম ও ঘমোরার সমস্ত ধনসম্পদ ও খাদ্যসম্ভার লুঠ করে নিয়ে গেল।


অব্রাম তাঁর আত্মীয় বন্দী হয়েছেন শুনে তাঁর পরিবারে জাত তিনশো আঠার জন রণনিপুণ দাসকে সঙ্গে নিয়ে দান পর্যন্ত তাড়া করে গেলেন।


তিনি সমস্ত দ্রব্যসম্ভার, ধনসম্পদ, নারীপুরুষ লোকজনসহ তাঁর আত্মীয় লোটকে উদ্ধার করে ফিরিয়ে আনলেন।


তেরাহ্ তাঁর পুত্র অব্রাম ও হারোণের পুত্র ও তাঁর পৌত্র লোট এবং পুত্রবধূ অব্রামের স্ত্রীকে সঙ্গে নিয়ে কনান দেশে যাওয়ার জন্য কলদীয়দের দেশের উর নামক স্থান থেকে যাত্রা করলেন। কিন্তু তাঁরা হারাণ পর্যন্ত এসে সেখানেই বসতি স্থাপন করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন