Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 13:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 লোট দেখলেন সোয়ারের দিকে জর্ডন উপত্যকার সমগ্র অঞ্চল সুজলা, প্রভু পরমেশ্বরের রচিত উদ্যান ও মিশর দেশের মত। কারণ প্রভু পরমেশ্বর তখনও সদোম ও ঘমোরা নগর ধ্বংস করেননি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 তখন লূত চোখ তুলে দেখলেন, জর্ডানের সমস্ত অঞ্চল সোয়র পর্যন্ত সর্বত্র যথেষ্ট পানি আছে এবং তা মাবুদের বাগানের মত, মিসর দেশের মত, কেননা সেই সময় মাবুদ সাদুম ও আমুরা বিনষ্ট করেন নি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 লোট চারিদিকে তাকালেন এবং দেখলেন যে সোয়রের দিকে জর্ডনের সমগ্র সমভূমি বেশ জলসিক্ত, ঠিক যেন সদাপ্রভুর বাগানের মতো, মিশর দেশের মতো। (সদাপ্রভু সদোম ও ঘমোরা ধ্বংস করার আগে সেখানকার দশা এরকমই ছিল)

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন, যর্দ্দনের সমস্ত অঞ্চল সোয়র পর্য্যন্ত সর্ব্বত্র সজল, সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিসর দেশের ন্যায়, কেননা তৎকালে সদাপ্রভু সদোম ও ঘমোরা বিনষ্ট করেন নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 লোট চোখ তুলে দেখল, সামনে বিস্তৃত যর্দন উপত্যকা। লোট দেখল জায়গাটা পর্যাপ্ত জলে সরস। (এটা প্রভু কর্ত্তৃক সদোম ও ঘমোরা ধ্বংস করার আগের ঘটনা। তখন সোয়র পর্যন্ত যর্দন উপত্যকা ছিল প্রভুর উদ্যানের মত। এখানকার মাটি ছিল মিশরের মাটির মত ভাল জাতের মাটি।)

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তখন লোট চোখ তুলে দেখলেন, যর্দ্দনের সমস্ত অঞ্চল সোয়র পর্যন্ত সব জায়গা সজল, সদাপ্রভুর বাগানের মতো, মিশর দেশের মতো, কারণ সেইদিনের সদাপ্রভু সদোম ও ঘমোরা বিনষ্ট করেননি।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 13:10
26 ক্রস রেফারেন্স  

নেগেব এবং সমতট অঞ্চল অর্থাৎ যিরিহোর উপত্যকা, সোয়ার পর্যন্ত প্রসারিত খেজুর গাছে ছাওয়া তলভূমি দেখালেন।


করুণা করব আমি জেরুশালেমকে, করুণা করব তার ধ্বংসস্তূপের অধিবাসীদের। যদিও জেরুশালেমের ভূমি আজ ঊষর মরু, আমি তাকে পরিণত করব এক উদ্যানে, ঠিক সেই এদনে আমার সাজানো উদ্যানের মত। সেখানে বিরাজ করবে আনন্দ ও উল্লাস, আমারই স্তবগানে মুখরিত হবে উদ্যানের আকাশ-বাতাস ধ্বনিত হবে কৃতজ্ঞতার সুললিত সুরের লহরী।


তখন সদোম, ঘমোরা, আদমা, জেবোয়িম এবং বেলা অর্থাৎ জোয়ার-এর নৃপতিবৃন্দ বেরিয়ে এসে সিদ্দিম উপত্যকায় এলামের রাজা কেদেরলায়োমের,


তারা যেন সর্বগ্রাসী অগ্নি, তৃণগুল্ম, গাছপালা গ্রাস করে চলে, এদন উদ্যানের মত সবুজ শ্যামল দেশ করে দেয় ঊষর মরুভূমি।


ঘমোরার রাজা বির্শা, আদমার রাজা শিনাব্, জেবোয়িমের রাজা শেমেবার এবং বলার অর্থাৎ জোয়ার-এর রাজার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন।


তুমি ছিলে এদনে ঈশ্বরের উদ্যানে, সর্বপ্রকার মণিমাণিক্য ছিল তোমার ভূষণ: চুণি, পান্না, হীরক, বৈদুর্যমণি, নীলা, পোখরাজ, নীলকান্তমণি, গোমেদ আর মরকতে খচিত তোমার সুবর্ণ অলঙ্কার। তোমার সৃষ্টিলগ্নেই তোমারই জন্য রচিত হয়েছিল এগুলি।


সুক্কেত ও সারতনের মাঝখানে জর্ডনের উপত্যকায় ঢালাই কারখানায় রাজা শলোমন এগুলি তৈরী করিয়েছিলেন।


ঈশ্বরের উদ্যানের কোন সীডার তার কাছে কিছুই নয় এমন সুন্দর পল্লব শাখা কোন ফার গাছেরও নেই। শাখায়-পল্লবে, রূপের সুষমায় এর সাথে কোন গাছেরই তুলনা চলে না। ঈশ্বরের উদ্যানেরও কোন বৃক্ষ এমন অপরূপ নয়।


হিসবোন আর ইলিয়ালীর মানুষ কাঁদছে। সুদূর যাহস থেকে তাদের কান্না শোনা যাচ্ছে। সোয়র থেকে সুদূর হেরোনিয়ম আর ইগ্‌লৎ সালিশীয়া পর্যন্ত শোনা যাচ্ছে তাদের ক্রন্দনধ্বনি। নিম্রীমের জলধারা পর্যন্ত শুকিয়ে গেছে।


মোয়াবের জন্য আমার অন্তর কাঁদছে! লোকেরা সোয়ার-এ, ইগ্লৎ-শলিশীয়ায় পালাচ্ছে। কিছু লোক কাঁদতে কাঁদতে লুহিতের দিকে চড়াই পথ ধরে চলেছে। আবার কিছু লোক চীৎকার করে কাঁদতে কাঁদতে হোরোণয়িমে পালাচ্ছে।


দেশবাসীর অনাচারের জন্য সুফলা দেশকে তিনি পরিণত করেন ঊষর প্রান্তরে।


দিব্যপুরুষেরা মানব-কন্যাদের সুন্দরী দেখে পছন্দমত তাদের বিবাহ করতে লাগল।


নারী দেখলেন, বৃক্ষটি সুন্দর, ফলগুলিও লোভনীয় এবং জ্ঞানলাভের জন্য বাঞ্ছনীয়ও বটে। তিনি তখন ঐ গাছের ফল পেড়ে খেলেন এবং তাঁর স্বামীকেও দিলেন, আর তিনিও সেই ফল খেলন।


তেরাহের বংশবৃত্তান্ত নিম্নরূপঃ তেরাহ্ ছিলেন অব্রাম, নাহোর ও হারোণের পিতা।


আমাদের সম্মুখে সারা দেশ রয়েছে, অতএব এস, আমরা পরস্পরের কাছ থেকে পৃথক হয়ে যাই। তুমি যদি বাম দিকে যাও তবে আমি দক্ষিণে যাব, আর তুমি যদি দক্ষিণে যাও তাহলে আমি যাব বাম দিকে।


লোট তাই নিজের জন্য জর্ডন উপত্যকার সমগ্র অঞ্চল মনোনীত করে পূর্বদিকে চলে গেলেন। এইভাবে তাঁরা পরস্পরের কাছ থেকে পৃথক হয়ে গেলেন।


মিশর দেশ এখন তোমারই হাতে, এ দেশের সেরা অঞ্চলে তুমি তোমার পিতা ও ভাইদের বসবাস করার ব্যবস্থা কর। তারা গোশেন অঞ্চলে বাস করতে পারে। এদের মধ্যে তোমার জানা বিশেষ কর্মদক্ষ লোকজন যদি থাকে তবে তাদের হাতে আমার পশুপালেরও কর্তৃত্ব দাও।


দেখ, নদী উত্তাল হলেও সে ভয় পায় না জর্ডনের তরঙ্গমালা তার উপর আছড়ে পড়লেও সে অবিচল থাকে।


তোমার বড়দিদি শমরিয়া তার মেয়েদের নিয়ে তোমার উত্তর দিকে থাকত। দক্ষিণে তোমার ছোট বোন সদোমও থাকত তার মেয়েদের নিয়ে।


সে আর তার মেয়েরা ছিল বড় অহঙ্কারী। তাদের প্রচুর খাদ্যসামগ্রী ছিল। তারা ছিল সমৃদ্ধিশালী। কিন্তু এত থাকা সত্ত্বেও গরীব-দুঃখী, অভাবী মানুষের দিকে তারা চেয়েও দেখত না, পাত্তাই দিত না তাদের—এই ছিল তাদের দোষ।


সুবিস্তৃত শাখা-প্রশাখায় আমিই তাকে অপরূপ সুন্দর করেছিলাম, ঈশ্বরের উদ্যান, এদনের বৃক্ষরাজির কাছে সে ছিল ঈর্ষার পাত্র।


দামাস্কাস ও হাউরন এলাকার মধ্যবর্তী একটি স্থান থেকে দেশের পূর্ব সীমান্তের আরম্ভ। সেখান থেকে এই সীমা চলে গেছে দক্ষিণে জর্ডন নদী পর্যন্ত। এই নদী পশ্চিমে ইসরায়েল দেশ ও পূর্বে গিলিয়দের মাঝখানে মরুসাগর এলাকার তামার পর্যন্ত সীমানা তৈরী করে দিয়েছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন