Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 12:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 পরে তিনি সেখান থেকে বেথেলের পূর্ব দিকে পার্বত্য অঞ্চলে গিয়ে পশ্চিমে বেথেল ও পূর্ব দিকে অয় নগরের মধ্যবর্তীস্থানে শিবির স্থাপন করলেন। তিনি সেখানেও প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা করে তাঁর আরাধনা করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 পরে তিনি ঐ স্থান ত্যাগ করে পর্বতে গিয়ে বেথেলের পূর্ব দিকে তাঁর তাঁবু স্থাপন করলেন; তার পশ্চিমে বেথেল ও পূর্ব দিকে অয় নগর ছিল; তিনি সেই স্থানে মাবুদের উদ্দেশে এক কোরবানগাহ্‌ তৈরি করলেন ও মাবুদের এবাদত করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 সেখান থেকে তিনি বেথেলের পূর্বদিকে অবস্থিত পাহাড়ের দিকে চলে গেলেন এবং বেথেলকে পশ্চিমদিকে ও অয়কে পূর্বদিকে রেখে তিনি তাঁর তাঁবু খাটালেন। সেখানে তিনি সদাপ্রভুর উদ্দেশে একটি যজ্ঞবেদি নির্মাণ করলেন এবং সদাপ্রভুর আরাধনা করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 পরে তিনি ঐ স্থান ত্যাগ করিয়া পর্ব্বতে গিয়া বৈথেলের পূর্ব্বদিকে আপনার তাম্বু স্থাপন করিলেন; তাহার পশ্চিমে বৈথেল ও পূর্ব্বদিকে অয় ছিল; তিনি সে স্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন, ও সদাপ্রভুর নামে ডাকিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 তারপর অব্রাম সেই স্থান ত্যাগ করে গেলেন বৈথেলের পূর্বদিকে অবস্থিত পর্বতে এবং সেখানে তাঁর শিবির স্থাপন করলেন। বৈথেল নগর ছিল পশ্চিম দিকে আর অয় ছিল পূর্ব দিকে। সেখানে অব্রাম আর একটি বেদী নির্মাণ করলেন এবং প্রভুর উপাসনা করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 পরে তিনি ঐ জায়গা ত্যাগ করে পর্বতে গিয়ে বৈথেলের পূর্ব দিকে নিজের তাঁবু স্থাপন করলেন; তার পশ্চিমে বৈথেল ও পূর্ব দিকে অয় ছিল; তিনি সে জায়গায় সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদি নির্মাণ করলেন ও সদাপ্রভুর নামে ডাকলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 12:8
33 ক্রস রেফারেন্স  

বিন্যামীনের বংশধরেরা গেবা থেকে মিকমস, অয়া, বেথেল ও তার উপকণ্ঠে


পরে শেথ-এরও একটি পুত্র হল। তিই তার নাম রাখলেন ইনোশ। তখন থেকে লোকে সরাসরি প্রভু পরমেশ্বরের নামে আরাধনা করতে লাগল।


অব্রাহাম বের-শেবাতে একটি ঝাউগাছ রোপণ করলেন এবং সেখানে শাশ্বত ঈশ্বর ‘প্রভু’ পরমেশ্বরের আরাধনা করলেন।


করিন্থ নগরের ঈশ্বরের মণ্ডলী এবং খ্রীষ্ট যীশুর নামে পবিত্রীকৃত আহূত ভক্তবৃন্দ, যারা খ্রীষ্ট যীশুর মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত এবং সর্বস্থানে যারা আমাদেরই মত প্রভু যীশু খ্রীষ্টের উপাসক, তাদের সকলের কাছে আমাদের এই নিবেদন।


তিনি সেই জায়গাটির নাম রাখলেন বেথেল। (ঈশ্বরের নিবাস)। আগে এই জায়গার নাম ছিল লুস।


এবং যেখানে তিনি এর আগে বেদী প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে এসে উপস্থিত হলেন। অব্রাম সেখানে প্রভু পরমেশ্বরের আরাধনা করলেন।


তখন, যে ডাকবে প্রভুর নামে, সে-ই পাবে উদ্ধার।’


সেদিন পরমেশ্বরের নামে যে ডাকবে সে-ই রক্ষা পাবে। প্রভু পরমেশ্বর বলেছেনঃ সিয়োন পর্বত শালেম হবে মুক্তি প্রাপ্তদের আশ্রয়স্থল প্রভুর মনোনীত লোকেরাও বাস করবে তাদের মাঝে।


শত্রুসৈন্য অয় নগরী আক্রমণ করেছে। তারা মিগ্রোণ ছাড়িয়ে এসেছে! মিকমসে নিজেদের জিনিসপত্র রেখে এসেছে।


তখন প্রভুকে ডেকে বললাম আমি: হে প্রভু পরমেশ্বর বিনতি করি, বাঁচাও আমায়।


যিরিহো, বেথ-হগ্‌লা, এমেক-কেশিশ, বেথ-আরাবা, সেমারায়িম,


অয় বা বেথেলে একটি লোকও আর রইল না। নগর অরক্ষিত রেখে সকলেই ইসরায়েলীদের পিছনে ধাওয়া করতে বেরিয়ে গেল।


যিহোশূয় তখন সেনাবাহিনী সঙ্গে নিয়ে অয় নগরীর দিকে যাত্রা করলেন।তিনি ত্রিশ হাজার সাহসী সৈনিককে বেছে নিয়ে রাতের অন্ধকারে তাদের পাঠিয়ে দিলেন।


যিরিহো থেকে যিহোশূয় বেথেলের পূর্বদিকে বেথ-আবনের কাছাকাছি অয় নগর পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়ে কিছু লোককে পাঠিয়ে দিলেন। তারা গিয়ে নগরটি দেখে এল।


আমরা এখন বেথেল গিয়ে যে ঈশ্বর দুঃখের দিনে আমার ডাকে সাড়া দিয়েছিলেন এবং যাত্রাপথে এতাবৎ যিনি আমার সঙ্গে রয়েছেন তাঁর উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা করব।


বিশ্বাসে নির্ভর করেই তিনি প্রতিশ্রুত দেশে বিদেশীরূপে বাস করলেন। সেই প্রতিশ্রুতির শরিক ইসহাক ও যাকোবের মত তিনি তাঁবুতে বাস করলেন।


পরে নোহ প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি বেদী নির্মাণ করলেন এবং প্রত্যেক জাতের শুচি পশু ও পাখিদের মধ্যে থেকে কতকগুলিকে বেছে নিয়ে সেই বেদীর উপরে হোমাগ্নিতে উৎসর্গ করলেন। প্রভু পরমেশ্বর সেই হোমের সুরভি আঘ্রাণ করে মনে মনে বললেন,


তিনি নেগেব অঞ্চল থেকে ক্রমে বেথেলের দিকে যেতে লাগলেন। বেথেল ও অয়ের মর্ধবর্তী স্থানে যেখানে আগে তাঁর শিবির ছিল,


তাঁর শিবির তুলে নিয়ে হিব্রোণে মাম্রের ওক বনের কাছে গিয়ে বসবাস করতে লাগলেন। সেখানে তিনি প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা করলেন।


ঈশ্বর কর্তৃক নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে অব্রাহাম সেখানে একটি বেদী নির্মাণ করে তার উপরে কাঠ সাজালেন, তারপর তাঁর পুত্র ইস্‌হাককে বেঁধে বেদীর কাঠের উপর শুইয়ে দিলেন।


ইস্‌হাক তখন সেখানে একটি বেদী নিমার্ণ করে প্রভু পরমেশ্বরের আরাধনা করলেন এবং সেখানেই শিবির স্থাপন করলেন। ইস্‌হাকের দাসেরা সেখানে আর একটি কূপ খনন করল।


যিহোশূয়ের নির্দেশ অনুযায়ী তারা গিয়ে অয়ের পশ্চিম দিকে অয় ও বেথেলের মাঝামাঝি একটা জায়গায় লুকিয়ে রইল। যিহোশূয় লোকজনের সঙ্গে সেখানেই রাত কাটালেন।


যিহোশূয় আনুমানিক পাঁচ হাজার সৈন্যকে নগরের পশ্চিম দিকে অয় ও বেথেলের মাঝখানে একটি জায়গায় লুকিয়ে রাখলেন।


বেথেল, দক্ষিণ অঞ্চলের রামোৎ, যত্তীয়, আরোয়েব, শিফমোৎ, ইষ্টিমোয়, রাখাল, যিরহমেলী ও কেনী উপজাতিদের নগর-হর্মা, বোর-আশান, আথাক ও হিব্রোণ ইত্যাদি স্থানে যেখানে দাউদ ও তাঁর সঙ্গীরা যাতায়াত করতেন, সেই সব জায়গার অধিবাসীদের কাছে তিনি উক্ত উপহার পাঠিয়ে দিলেন।


পরে লাবণ যাকোবের দেখা পেলেন। যাকোব তখন পার্বত্য অঞ্চলে তাঁবু ফেলেছিলেন। লাবণও তাঁর আত্মীয় স্বজনদের নিয়ে গিলিয়দের পার্বত্য অঞ্চলে তাঁবু ফেললেন। লাবণ যাকোবকে বললেন, তুমি কেন এমন কাজ করলে?


সেখানে তিনি একটি বেদী প্রতিষ্ঠা করে তার নাম রাখলেন ‘এল্-এলোহে-ইসরায়েল’,(ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর)।


সেখানে তিনি একটি বেদী প্রতিষ্ঠা করলেন এবং সেই জায়গার নাম রাখলেন এল-বেথেল, অর্থাৎ বেথেলের ঈশ্বর কারণ তাঁর ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় সেখানে ঈশ্বর তাঁকে দর্শন দিয়েছিলেন।


মোশি সেখানে একটি বেদী প্রতিষ্ঠা করে তার নাম রাখেলন যিহোবা-নিস্‌সি (প্রভু পরমেশ্বরই আমার পতাকা)।


সেই সময়ে যিহোশূয় এবল পাহাড়ে ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা করলেন।


রূবেণ গাদ ও মনঃশির অর্ধ গোষ্ঠীর লোকেরা কনান দেশের পূর্বদিকে উপস্থিত হয়ে সেখানে জর্ডন নদীর তীরে প্রকাণ্ড এক বেদী নির্মাণ করল।


গিদিয়োন তখন প্রভুর উদ্দেশে সেখানে একটি বেদী নির্মাণ করলেন এবং তার নাম দিলেন ‘যিহোবা-শালোম’— (ঈশ্বর মঙ্গলময়)!! (অবিয়েষারের বংশধরদের এলাকা অফ্রায় সেই বেদীটি আজও আছে।)


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন