Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 12:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 সেই দেশে অব্রাম শেখেম নগরের তীর্থস্থান মোরের ওক বৃক্ষের কাছে উপস্থিত হলেন। সেই সময়ে কনানী জাতির লোকেরা সেই দেশে বাস করত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 আর ইব্রাম নানা দেশ দিয়ে যেতে যেতে শিখিমে, মোরির এলোন গাছের কাছে উপস্থিত হলেন। সেই সময় কেনানীয়েরা সেই দেশে বাস করতো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 অব্রাম সেই দেশের মধ্য দিয়ে ভ্রমণ করে শিখিমে মোরির সেই বিশাল গাছটির কাছে পৌঁছে গেলেন। সেই সময় কনানীয়েরা সেই দেশে বসবাস করত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 আর অব্রাম দেশ দিয়া যাইতে যাইতে শিখিম স্থানে, মোরির এলোন বৃক্ষের নিকটে উপস্থিত হইলেন। তৎকালে কনানীয়েরা সেই দেশে বাস করিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 অব্রাম কনান দেশের মধ্য দিয়ে শিখিম শহরে গেলেন এবং তারপরে মোরিতে এক বিশাল গাছের কাছে গেলেন। সেই সময় কনানীয়রা সেখানে বাস করতো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 আর অব্রাম দেশ দিয়ে যেতে যেতে শিখিমে, মোরির এলোন গাছের কাছে উপস্থিত হলেন। ঐ দিনের কনানীয়েরা সেই দেশে বাস করত।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 12:6
20 ক্রস রেফারেন্স  

বিশ্বাসে নির্ভর করেই তিনি প্রতিশ্রুত দেশে বিদেশীরূপে বাস করলেন। সেই প্রতিশ্রুতির শরিক ইসহাক ও যাকোবের মত তিনি তাঁবুতে বাস করলেন।


এই দুটি পর্বত জর্ডনের ওপারে পশ্চিম দিকে আরাবা উপত্যকা নিবাসী কনানীদের দেশ গিল্‌গলের সম্মুখে মোরির ওক বনের কাছে অবস্থিত।


তারা তখন তাদের কাছে যেসব বিজাতীয় দেববিগ্রহ ছিল সেগুলি এবং তাদের কানের কুণ্ডলগুলি যাকোবের হাতে দিয়ে দিল। তিনি সেগুলি শেখেমের নিকটবর্তী এক ওক গাছের নীচে পুঁতে রাখলেন।


একদিন যিরুব্বেল অর্থাৎ গিদিয়োন ও তাঁর দলের লোকেরা ভোরে উঠে হারোদ নামে একটি ঝর্ণার কাছে ছাউনি ফেললেন। উত্তর দিকে মোরি পর্বতের উপত্যকায় ছিল মিদিয়নীদের ছাউনি।


অব্রামের পশুপালক ও লোটের পশুপালকদের মধ্যে বিরোধ ঘটল। সেই সময়ে কনানী ও পেরিষাতী জাতির লোকেরা ছিল ঐ দেশের অধিবাসী।


পরবর্তীকালে তাঁদের দেহাবশেষ শিখিমে এনে সমাধিস্থ করা হয়েছিল। অব্রাহাম এই স্থানটি হমোর-এর পুত্রদের কাছ থেকে কিছু অর্থের বিনিময়ে কিনেছিলেন।


যাওয়ার পথে তিনি এলেন শমরীয়ার একটি শহরে, নাম সূকর। যাকোব তাঁর পুত্র যোষেফকে যে জমিটি দিয়েছিলেন, শহরটি তারই কাছে।


উত্তরাঞ্চলের ইসরায়েলী রহবিয়ামকে রাজপদে অভিষিক্ত করার জন্য শেখেমে একত্রিত হয়েছিল,তাই রহবিয়াম শেখেমে গেলেন।


যিরুব্বালের পুত্র অবিমেলেক শেখেমে তার মামাদের কাছে গিয়ে তাদের এবং তাদের গোষ্ঠীর সকলকে বলল,


শিখিমের একটি স্থান যাকোব একশো রৌপ্যমুদ্রার বিনিময়ে শিখিমের পিতা হামোরের বংশধরদের কাছ থেকে কিনে নিয়েছিলেন। যোষেফের যে অস্থিগুলি ইসরায়েলীরা মিশর থেকে এনেছিল সেগুলি তারা এই স্থানে সমাধিস্থ করল। সেই স্থানটি যোষেফের বংশধরদের অধিকারভুক্ত হল।


ইসরায়েলীরা তখন নপ্তালি গোষ্ঠীর পার্বত্য অঞ্চলে গালীল প্রদেশের কেদেশ, ইফ্রয়িম গোষ্ঠীর পার্বত্য এলাকায় শিখিম, যিহুদা গোষ্ঠীর পার্বত্য এলাকায় কিরিয়াত-অর্বা অর্থাৎ হিব্রোণ এই উদ্দেশে পৃথক করল।


হিব্বীয় উপজাতির আঞ্চলিক অধিপতি হামোরের পুত্র শেখেম তাকে দেখতে পেয়ে হরণ করে নিয়ে গেল এবং তাকে শয্যাসঙ্গিনী করে তার মর্যাদাহানি করল।


যাকোব পদ্দন-অরাম থেকে যাত্রা করে নিরাপদে কনান দেশের শেখেম নগরে এসে উপস্থিত হলেন এবং নগরের উপকন্ঠে শিবির স্থাপন করলেন।


কনানের সন্তান - জ্যেষ্ঠপুত্র সিদোন, হেৎ, যেবুষী, আমোরী, গির্গাশী, হিব্বতী, আরকিতি,


রাজা যারবিয়াম ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলের শহর শেখেমে দুর্গ নির্মাণ করে সেখানে কিছুদিন বাস করলেন। তারপর সেখান থেকে পনুয়েলে গিয়ে সেখানেও দুর্গ-শহর নির্মাণ করলেন।


ঈশ্বর তাঁর পবিত্র মন্দির থেকে ঘোষণা করেছেনঃ বিজয়োল্লাসে আমি শিখিমকে বিভক্ত করব, বণ্টন করব সুক্কোত উপত্যকা আমার প্রজাদের মাঝে।


যাকোব তখন শিমিয়োন ও লেবিকে বললেন, তোমরা এই দেশের অধিবাসী কনানী ও পরিষী জাতির লোকের কাছে আমাকে ঘৃণ্য করে তুলেছ এবং আমাকে বিপদে ফেলেছ। আমার লোকজন অল্প, এরা যদি জোট বেঁধে আমাকে আক্রমণ করে তাহলে আমি সপরিবারে ধ্বংস হয়ে যাব।


দস্যুরা যেমন দল বেঁধে লোকের অপেক্ষায় ওৎ পেতে থাকে, পুরোহিতেরা তেমনই দলবদ্ধ হয়েছে শেখেমের তীর্থযাত্রীদের হত্যা করার জন্য, হ্যাঁ, দুষ্কর্ম করেছে তারা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন