Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 12:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 মিশরে প্রবেশ করার আগে অব্রাম তাঁর স্ত্রী সারীকে বললেন, নিঃসন্দেহে তুমি পরমা সুন্দরী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 আর ইব্রাম যখন মিসরে প্রবেশ করতে উদ্যত হন, তখন তাঁর স্ত্রী সারীকে বললেন, তুমি দেখতে খুব সুন্দরী;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 মিশরে প্রবেশ করার ঠিক আগে তিনি তাঁর স্ত্রী সারীকে বললেন, “আমি জানি তুমি খুব সুন্দরী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আর অব্রাম যখন মিসরে প্রবেশ করিতে উদ্যত হন, তখন আপন স্ত্রী সারীকে কহিলেন, দেখ, আমি জানি, তুমি দেখিতে সুন্দরী;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 তিনি খেয়াল করলেন যে তাঁর স্ত্রী সারী কত সুন্দরী। তাই মিশরে প্রবেশের ঠিক আগে সারীকে বললেন, “আমি জানি তুমি সুন্দরী।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 আর অব্রাম যখন মিশরে প্রবেশ করতে উদ্যত হন, তখন নিজের স্ত্রী সারীকে বললেন, “দেখ, আমি জানি, তুমি দেখতে সুন্দরী;

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 12:11
14 ক্রস রেফারেন্স  

পরমেশ্বরের কাছে মানুষের জ্ঞান, বুদ্ধি, কৌশল সবই নিরর্থক।


লেয়ার চোখ দুটি ছিল সুন্দর কিন্তু রাহেল ছিলেন সুন্দরী, লাবণ্যময়ী।


অব্রাম মিশরে প্রবেশ করলে মিশরবাসীরা দেখল সারী পরমাসুন্দরী।


প্রেমিক আমার এনগেদির দ্রাক্ষাকুঞ্জবনে ফুটে থাকা হেনাপুষ্পের সুরভির মত পরম সুন্দর।


একদিন বিকেলে দাউদ ঘুম থেকে উঠে রাজপ্রাসাদের ছাদে বেড়াচ্ছিলেন। সেখান থেকে দেখতে পেলেন এক অপরূপা সুন্দরী নারী স্নান করছে।


গেরার অঞ্চলে প্রবাসকালে অব্রাহাম তাঁর স্ত্রী সারার পরিচয় দিলেন নিজের বোন বলে। তাই গেরারের রাজা অবিমেলক লোক পাঠিয়ে সারাকে নিজের কাছে নিয়ে গেলেন।


মেয়েটি ছিল পরমাসুন্দরী ও কুমারী।


দিব্যপুরুষেরা মানব-কন্যাদের সুন্দরী দেখে পছন্দমত তাদের বিবাহ করতে লাগল।


পৈতৃক বাসভূমি থেকে বার করে আনলেন তখন আমি তাকে বলেছিলাম, আমার প্রতি এই অনুগ্রহটুকু করবে, যে আমরা যেখানেই যাই না কেন, সেখানে তুমি আমাকে তোমার ভাই বলে পরিচয় দেবে।


মেয়েটি ছিল খুবই সুন্দরী। সে সবসময় রাজার সেবা শুশ্রূষা করত, তাঁর যত্ন নিত। রাজা কিন্তু তার সাথে সহবাস করেন নি।


জনমতকে সমীহ করে চলা বিপজ্জনক, ঈশ্বরের উপর যে নির্ভর করে চলে সে নিরাপদ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন