Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 11:24 - পবিএ বাইবেল CL Bible (BSI)

24 নাহোরের উনত্রিশ বছর বয়সে তেরাহ্-এর জন্ম হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 নাহোর ঊনত্রিশ বছর বয়সে তেরহের জন্ম দিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 নাহোর উনত্রিশ বছর বয়সে তেরহের বাবা হলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 নাহোর ঊনত্রিশ বৎসর বয়সে তেরহের জন্ম দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 নাহোরের যখন 29 বছর বয়স তখন তেরহ নামে তাঁর এক পুত্র হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 নাহোর উনত্রিশ বছর বয়সে তেরহের জন্ম দিলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 11:24
5 ক্রস রেফারেন্স  

যিহুদা যাকোবের পুত্র, যাকোব ইস্‌হাকের পুত্র, ইস্‌হাক অব্রাহামের পুত্র, অব্রাহাম তেরহের পুত্র, তেরহ নাহোরের পুত্র,


যিহোশূয় সকলকে বললেন, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই কথা বলেনঃ অতীতে তোমাদের পূর্বপুরুষেরা, অব্রাহাম ও নাহোরের পিতা তেরহ্‌ ইউফ্রেটিস নদীর ওপারে বাস করত। তারা অন্য দেবতাদের পূজা-অর্চনা করত।


নাহোরের জন্মের পর সেরুগ দুশো বছর জীবিত থেকে আরও পুত্র কন্যার জন্ম দিলেন।


তেরাহের জন্মের পর নাহোর একশো উনিশ বছর জীবিত থেকে আরও পুত্র কন্যার জন্ম দিলেন।


জিনিসপত্রগুলির তালিকা এই: সোনার পাত্র 30 রূপোর পাত্র 1,000 নানা ধরনের পাত্র 29 সোনার ছোট গামলা 30 বিভিন্ন ধরণের রূপোর গামলা 410 এবং অন্যান্য দ্রব্যসামগ্রী 1,000


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন