Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 10:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 যবনের সন্তান - এলিশা তারশীশ, কিত্তিম ও দোদানীম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 যবনের সন্তান— ইলীশা, তর্শীশ, সাইপ্রাস ও দোদানীম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 যবনের ছেলেরা: ইলীশা, তর্শীশ, কিত্তীম এবং রোদানীম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 যবনের সন্তান—ইলীশা, তর্শীশ, কিত্তীম ও দোদানীম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 যবনের পুত্রগণ হল: ইলীশা, তর্শীশ, কিত্তীম এবং দোদানীম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তোগর্ম। যবনের ছেলে ইলীশা, তর্শীশ,

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 10:4
10 ক্রস রেফারেন্স  

রোমীয় নৌবাহিনী পশ্চিম দিকে থেকে এসে তাকে রুখে দাঁড়াবে। সে ভয় পেয়ে ফিরে যাবে। ফিরে গিয়ে উন্মত্ত হয়ে ঈশ্বরের প্রজাদের ন্যায়ধর্মের বিনাশ সাধন করতে চেষ্টা করবে। যারা সেই ধর্ম পরিত্যাগ করেছে তাদের পরামর্শ অনুযায়ী প্রচুর ক্ষতিসাধন করবে।


হে সীদোন নগরী, তোমার সুখের দিন অস্তমিত, তোমার সন্তানেরা নিপীড়িত। তারা যদি সাইপ্রাসে পালিয়েও যায়, তাহলেও তারা নিরাপদে থাকবে না।


টায়ারের প্রতি এক দৈববাণী। হে নাবিকেরা, সাগরের বুকে তোমরা যারা আছ, হাহাকার কর! তোমাদের মাতৃভূমি টায়ার বন্দর বিধ্বস্ত হয়েছে। সেখানকার ঘর-বাড়ী, বন্দর সব ধ্বংস স্থানে পরিণত হয়েছে। সাইপ্রাস থেকে তোমাদের সমস্ত জাহাজ ফিরে এলেই সব খবর তোমরা জানতে পারবে।


কিত্তীম থেকে আসবে রণতরী তারা আসিরিয়াকে করবে পীড়ন, এবরকে করবে নির্যাতন কিন্তু সে নিজেও হবে নিশ্চিহ্ন।


মালবাহী জাহাজে বোঝাই করে কিনে নিয়ে যেত তোমার পণ্যসম্ভার। হে টায়ার, তুমি ছিলে সমুদ্রের মাঝে যেন এক বাণিজ্যতরী পরিপূর্ণ পণ্য সম্ভারে।


স্পেনের সঙ্গে তুমি ব্যবসা-বাণিজ্য করতে, তোমার অতুল পণ্যের বিনিময়ে তুমি নিয়ে আসতে রূপো, লোহা, টিন আর সীসে।


এদের থেকেই উপকূল ও দ্বীপ নিবাসী জাতিসমূহ বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা ও গোষ্ঠী অনুযায়ী বিভক্ত হয়ে বিস্তৃতি লাভ করল।


যবনের বংশধর: ইলিশাহ্, তার্শিশ, কিট্টিম ও রোদানিম।


তোমার দাঁড় তৈরীর জন্য বাশান থেকে এনেছে ওক গাছ। সাইপ্রাসের পাইন কাঠ দিয়ে তৈরী করেছে তোমার অন্তঃপুর, সাজিয়ে দিয়েছে গজদন্তের সুশোভন কারুকার্যে।


মিশরের সূচীশিল্পে শোভিত রেশমী বস্ত্রে তৈরী করেছে তোমার পাল, বহুদূর থেকে চেনা যায় সহজেই। তোমার আচ্ছাদন রচিত হয়েছে সাইপ্রাস দ্বীপের সূক্ষ্ম বেগুনী কাপড়ে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন