Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 10:29 - পবিএ বাইবেল CL Bible (BSI)

29 এরা সকলেই যোক্তানের সন্তান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

29 এরা সকলে ইয়াকতানের সন্তান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

29 ওফীর, হবীলা ও যোববের বাবা। তারা সবাই যক্তনের বংশধর ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 মেষা অবধি পূর্ব্বদিকের সফার পর্ব্বত

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 ওফীর, হবীলা এবং যোবব। এরা সবাই ছিল যক্তনের পুত্র।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 ওফীর, হবীলা ও যোববের বাবা হলেন। এরা সবাই যক্তনের ছেলে।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 10:29
15 ক্রস রেফারেন্স  

তারা ওফির দেশে গিয়ে সেখান থেকে চারশো কুড়ি তালন্ত সোনা রাজা শলোমনের জন্য এনেছিল।


যারা এর মধ্যে থেকে বেঁচে ফিরে আসবে, তারা হবে আগুনে শোধন করা সোনার চেয়েও খাঁটি ও দুর্লভ।


তোমার রাজসভা অলঙ্কৃত করেছেন যে সমাদৃত মহিলাবৃন্দ তাঁদের মাঝে আছেন বহু রাজনন্দিনী, ওফির দেশের স্বর্ণাভরণে সুশোভিতা রাজমহিষী দাঁড়িয়ে আছেন তোমার দক্ষিণে।


ওফির দেশের সোনা কিম্বা বহুমূল্য গোমেদ ও নীলকান্তমণি তার সমতুল্য নয়।


তুমি যদি তোমার সোনা-দানা ধূলায় ছড়িয়ে দাও, ওফির দেশের খাঁটি সোনা যদি নদীখাতের পাথরগুলির মধ্যে ছুঁড়ে ফেল,


বিভিন্ন গোষ্ঠীর প্রধান পুরোহিতদের সংখ্যা ছিল সতেরোশো ষাট। তাঁরা মন্দিরের সর্বপ্রকার কাজে দক্ষ ছিলেন।


নিম্নলিখিত পুরোহিতরা জেরুশালেমে বাস করতেনঃ যিদইয়, যিহোয়ারিব ও যাখিন। হিল্কিয়র পুত্র অসরিয় (মন্দিরের প্রধান কর্মকর্তা)। এঁর পূর্ব পুরুষদের মধ্যে ছিলেন যথাক্রমে মসুল্লম, সাদোক, মরায়োৎ ও অহিটুব। যেরোহমের পুত্র অদায়া। যেরোহামের পিতা পশ্‌হুর ও পশ্‌হুরের পিতা ছিলেন মল্কিয়। অদিয়েলের পুত্র মাসয়। যহ্‌সেরা মসুল্লম, মসিল্লমিৎ ও ইম্মের ছিলেন যথাক্রমে এঁর পূর্বপুরুষ।


যিশ্‌মরই, যিশলিয় ও যোবব।


ওফির থেকে সোনা আমদানী করার জন্য যিহোশাফট কয়েকটি বাণিজ্য তরী নির্মাণ করেছিলেন কিন্তু সেগুলি ইৎসিয়োন গেবরে ভেঙ্গে নষ্ট হয়ে যাওয়ায় আর বাণিজ্যযাত্রা করতে পারে নি।


তারপর শৌল টলায়িম থেকে আরম্ভ করে মিশরের প্রান্তসীমার জনপদ শূর পর্যন্ত যত অমালেকী ছিল তাদের সকলকে আক্রমণ করে হত্যা করলেন।


তাঁর বংশধরগণ হবীলা থেকে আরম্ভ করে আসিরিয়ার দিকে মিশরের পূর্বে শূর পর্যন্ত এলাকায় বসতি স্থাপন করল। তারা জ্ঞাতিভাইদের কাছ থেকে দূরে বসবাস করত।


প্রথম নদীটির নাম পীশোন, এটি সমগ্র হবীলা দেশ বেষ্টন করে প্রবাহিত । এখানে সোনা পাওয়া যায় ।


ওবাল অবিময়েল, শেবা, ওফির, হাবিলা এবং যোবাব।


তাঁদের বসতি পূর্বদিকের পার্বত্য অঞ্চল মেশা থেকে সফার পর্যন্ত বিস্তৃত।


ওফির, হবিলা ও যোবাব। এঁরা সকলেই যক্তনের বংশধর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন