Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 10:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 শেম-এর সন্তান - এলাম, আশুর, আরফাকষাদ, লুদ ও অরাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 সামের এসব সন্তান— ইলাম, আশেরিয়া, আরফাখশাদ, লূদ ও অরাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 শেমের ছেলেরা: এলম, অশূর, অর্ফক্‌ষদ, লূদ ও অরাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 শেমের এই সকল সন্তান—এলম, অশূর, অফক্‌ষদ, লূদ ও অরাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 শেমের পুত্ররা হল: এলম, অশূর, অর্ফক্ষদ, লূদ এবং অরাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 শেমের এই সকল ছেলে এলম, অশূর, অর্ফকষদ, লূদ ও অরাম।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 10:22
19 ক্রস রেফারেন্স  

এবং জানবে, একমাত্র আমিই তাদের দণ্ডদানে সক্ষম। কিন্তু তাদের মধ্যে কিছু লোককে আমি নিষ্কৃতি দেব এবং প্রেরণ করব তাদের নানা জাতি ও দূরতম দেশের মানুষের কাছে, যারা কোনদিন শোনে নি আমার যশের কথা, প্রত্যক্ষ করে নি আমার প্রতাপ ও মহিমা। আমি তাদের পাঠাব স্পেন, লিবিয়া ও ইথিওপিয়াতে তাদের নিপুণ ধনুর্ধরদের কাছে পাঠাব তাদের তুবল ও গ্রীস দেশে। এই সমস্ত দেশের জাতিবর্গের কাছে তারা ঘোষণা করবে আমার মহিমার কথা।


পার্থিয়া, মিডিয়া, এলাম, মেসোপটেমিয়া, যিহুদীয়া কাপ্পাদকিয়া, পন্ত ও আশিয়া,


এলম দেশ থেকে অশ্বারোহী ধনুর্দ্ধর সৈন্যবাহিনী ছুটে এসেছে। কীর দেশের সৈনিকেরা ঢাল হাতে প্রস্তুত হয়ে আছে।


ভয়াবহ এক নৃশংস ঘটনার দিব্যদর্শন আমি দেখেছি, দেখেছি প্রতারণা এবং সর্বনাশা ধ্বংসের দিব্যদর্শন। ইলমের সৈন্যবাহিনী আক্রমণ কর! মিডিয়ার সৈন্যবাহিনী অবরোধ কর শহর-নগর। ব্যাবিলন যে দুঃখ বিপর্যয় এনেছিল, ঈশ্বর তার অবসান ঘটাবেন।


সেই দিন প্রভু পরমেশ্বর আবার তাঁর পরাক্রম প্রয়োগ করবেন, তাঁর অবশিষ্ট যে প্রজারা আসিরিয়া, মিশর, পথ্রোষ, সুদান, এলম, ব্যাবিলন, হমাত এবং সমুদ্রের উপকূলবর্তী দেশ ও সমুদ্রের মাঝের দ্বীপগুলিতে ছড়িয়ে পড়ে আছে, তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনবেন।


তার কথা শেষ হতে না হতেই আর একজন এসে বলল, কলদীয়দের তিনটি দল এসে আমাদের আক্রমণ করে উটগুলি ছিনিয়ে নিয়ে চলে গেল। তারা আপনার দাসদের সকলকেই হত্যা করেছে। আমিই শুধু প্রাণে বেঁচে গেছি এবং আপনাকে এই সংবাদ দিতে এসেছি।


এই সময় আসিরিয়ার সম্রাট তিগলাৎ পিলেশর ইসরায়েল দেশ আক্রমণ করেন। মনহেম তখন তিগলাৎকে এক হাজার তালন্ত রূপো দিলেন যাতে তিনি মনহেমকে রাজ্যের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে সাহায্য করেন।


বিলিয়ম তখন ভাবাবেশে বলতে লাগলেনঃ পূর্বদিকের পার্বত্য অরাম অঞ্চল থেকে আমাকে আনিয়েছেন মোয়াবরাজ বালাক। বলছেন তিনি: আমার হয়ে যাকোবকে শাপ দাও, অভিসম্পাত কর ইসরায়েলকে।


তিনি আরও বললেন, ধন্য প্রভু, শেম-এর আরাধ্য ঈশ্বর, কনান হোক তার দাস।


শেলহ কৈননের পুত্র, কৈনন অর্ফক্‌ষদের পুত্র, অর্ফক্‌ষদ শেমের পুত্র, শেম নোহের পুত্র, নোহ লেমকের পুত্র,


এবের-এর সন্তানদের আদিপুরুষ, যাফত-এর জ্যেষ্ঠভ্রাতা শেম-এরও সন্তান-সন্ততি ছিল।


শেম-এর বংশ বৃত্তান্ত নিম্নরূপঃ শেম-এর একশো বছর বয়সে, প্লাবনের দুই বছর পরে আরফাকষাদের জন্ম হল।


কিন্তু তবুও হে কয়িন তুমি হবে বিধ্বস্ত, অবশেষে আসিরিয়া তোমায় নিয়ে যাবে বন্দী করে।


সেখানে এলম আছে। তাকে ঘিরে আছে তার সৈনিকদের সমাধি। তারা সকলেই যুদ্ধে নিহত হয়েছে। বে-সুন্নত অবস্থায় তারা পাতালগামী হয়েছে। জীবনকালে তারা ছিল মূর্তিমান বিভীষিকা। কিন্তু মরণে আজ তারা সম্মানহীন, অপদস্থ।


দর্শনে দেখলাম, আমি রয়েছি এলম প্রদেশের রাজধানী প্রাকার ঘেরা নগরী সুসায়। সেখানে উলয় নদীতীরে দাঁড়িয়ে আছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন