Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 10:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)

21 এবের-এর সন্তানদের আদিপুরুষ, যাফত-এর জ্যেষ্ঠভ্রাতা শেম-এরও সন্তান-সন্ততি ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 যে সাম এবরের সকল সন্তানের আদিপুরুষ আর ইয়াফসের জ্যেষ্ঠ ভাই, তাঁরও সন্তান সন্ততি ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 সেই শেমেরও কয়েকটি ছেলে জন্মাল, যাঁর দাদা ছিলেন যেফৎ; শেম হলেন এবরের সব সন্তানের পূর্বপুরুষ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 যে শেম এবরের সকল সন্তানের আদিপুরুষ, আর যেফতের জ্যেষ্ঠ ভ্রাতা, তাঁহারও সন্তান সন্ততি ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 যেফতের বড় ভাই ছিল শেম। শেমের একজন উত্তরপুরুষ হল এবর এবং এবর সমস্ত হিব্রু জনগোষ্ঠীর জনক রূপে পরিচিত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 যে শেম এবারের সব লোকদের পূর্বপুরুষ, আর যেফতের বড় ভাই, তাঁরও ছেলেমেয়ে ছিল।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 10:21
7 ক্রস রেফারেন্স  

কিত্তীম থেকে আসবে রণতরী তারা আসিরিয়াকে করবে পীড়ন, এবরকে করবে নির্যাতন কিন্তু সে নিজেও হবে নিশ্চিহ্ন।


নিজ নিজ গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এরাই হাম-এর বংশধর।


শেম-এর সন্তান - এলাম, আশুর, আরফাকষাদ, লুদ ও অরাম।


কিন্তু তবুও হে কয়িন তুমি হবে বিধ্বস্ত, অবশেষে আসিরিয়া তোমায় নিয়ে যাবে বন্দী করে।


পরে নোহের পাঁচশো বছর বয়সে শেম, হাম ও যাফত-এর জন্ম হয়।


শেম-এর বংশতালিকা: এলম, অসুর, অর্ফকষদ, লুদ, অরাম, উষ, হুল, গেথর ও মেশেক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন