Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 10:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 কনানের সন্তান - জ্যেষ্ঠপুত্র সিদোন, হেৎ, যেবুষী, আমোরী, গির্গাশী, হিব্বতী, আরকিতি,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 কেনানের জ্যেষ্ঠ পুত্র সিডন, তার পর হেৎ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 কনান ছিলেন তাঁর বড়ো ছেলে সীদোনের, ও হিত্তীয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 এবং কনানের জ্যেষ্ঠ পুত্র সীদোন, তাহার পর হেৎ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 কনান ছিল সীদোনের পিতা। সীদোন কনানের প্রথম সন্তান। কনান হিত্তীয়দের পূর্বপুরুষ হেতেরও পিতা ছিলেন। হেৎ থেকে হিত্তীয়দের উদ্ভব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 এবং কনানের বড় ছেলে সীদন, তারপর হেৎ,

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 10:15
18 ক্রস রেফারেন্স  

আমি আজ তোমাকে যে নির্দেশ দেব তা তুমি অবশ্যই পালন করবে। আমি তোমাদের সম্মুখ থেকে ইমোরী, কনানী, হিত্তীয়, পরিষী, হিব্বিয় ও যিরুষীয় প্রভৃতি জাতিসমূহকে বিতাড়িত করব।


কনানের প্রথম সন্তান সিদোন, তারপর হেৎ। এঁরা ছিলেন


পরে তিনি মৃত সারার কাছ থেকে উঠে গিয়ে হিত্তীয় লোকদের বললেন,


হে সমৃদ্ধিশালিনী সীদোন! তোমার মর্যাদা আজ ভূলুন্ঠিত! মহাসাগর তোমাকে পরিত্যাগ করেছে, সে বলছে, সীদোন আমার কেউ নয় কোনদিন আমার কোন সন্তান ছিল না। আমি কোন পুত্র-কন্যাকে প্রতিপালন করি নি।


দাউদ লোক দিয়ে তার খোঁজখবর নিয়ে জানলেন যে সে ইলিয়ামের কন্যা এবং হিত্তিয় উরিয়ের স্ত্রী।


প্রভু পরমেশ্বর তখন তাঁদের ইসরায়েলীদের হাতে সমর্পণ করলেন। ইসরায়েলীরা তাঁদের পরাস্ত করল এবং বৃহত্তর সীদোন ও মিস্রফোৎ-মায়িম পর্যন্ত এবং পূর্ব দিকে মিস্‌পা উপত্যকা পর্যন্ত তাঁদের তাড়া করে নিয়ে গেল। ইসরায়েলীরা তাঁদের সকলকে হত্যা করল, কেউ নিস্তার পেল না।


মিশরীদের কবল থেকে তাদের উদ্ধার করে সুজলা-সুফলা শস্য শ্যামলা সম্পদশালী বিস্তীর্ণ এক মনোরম দেশে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। সেই দেশ কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবুষীয় প্রভৃতি জাতির বাসভূমি।


সবুলুনের বসতি হবে সমুদ্র উপকূলে, তার বেলাভূমি হবে সাগরগামী জাহাজের বন্দর, সীদোন পর্যন্ত বিস্তৃত হবে তার সীমানা।


আর যিনি স্বর্গ মর্ত্যের ঈশ্বর, সেই প্রভু পরমেশ্বরের নামে শপথ করে আমাকে বল যে তুমি আমার পুত্রের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আমার প্রতিবেশী কনানী জাতির কোন কন্যাকে গ্রহণ করবে না।


ফিলিস্তিয়ার ধ্বংসের কাল আসন্ন, আসন্ন সোর ও সীদোন থেকে বিচ্ছিন্ন হবার কাল, যেখান থেকে আসে সমূহ সাহায্য। ফিলিস্তিনী ও যারা ক্রীটের উপকূল থেকে এসেছে, ধ্বংস করব তাদের সকলকে আমি, প্রভু পরমেশ্বর।


হে মর্ত্যমানব, সীদোন নগরের বিরুদ্ধে রায় ঘোষণা কর।


দাউদ হিত্তীয় উপজাতির লোক অহিমেলক এবং সরুয়ার পুত্র যোয়াবের ভাই অবিশয়কে বললেন, ঐ শিবিরে শৌলের কাছে আমার সঙ্গে কে যেতে চাও? অবিশয় বললেন, আমি আপনার সঙ্গে যাব।


গিলিয়দ ও হিত্তিয়দের এলাকায় কাদেশে। সেখানে কাজ সেরে দানে, দান থেকে গেলেন পশ্চিম সিদোনে।


সীদোন ও আরবাদের লোকেরা টানত তোমার দাঁড়। তোমার নাবিকেরা ছিল অত্যন্ত নিপুণ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন