Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 10:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 শিনিয়র দেশের বাবেল, এরেক ও আক্কাদ - এই অঞ্চলগুলি নিয়েই প্রথমে তাঁর রাজ্য প্রতিষ্ঠিত হয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 শিনিয়র দেশে ব্যাবিলন, এরক, অক্কদ ও কল্‌নী, এসব স্থান তাঁর রাজ্যের প্রথম অংশ ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 শিনারে অবস্থিত ব্যাবিলন, এরক, অক্কদ, ও কল্‌নী তাঁর রাজ্যের মূলকেন্দ্র হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 শিনিয়র দেশে বাবিল, এরক, অক্কদ ও কল্‌নী, এই সকল স্থান তাঁহার রাজ্যের প্রথম অংশ ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 নিম্রোদের রাজত্ব বাবিল থেকে শিনিয়র দেশে এরক অক্কদ এবং কল্নী পর্যন্ত বিস্তৃত হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 শিনিয়র দেশে বাবিল, এরক, অক্কদ ও কলনী, এই সব জায়গা তাঁর রাজ্যের প্রথম অংশ ছিল।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 10:10
16 ক্রস রেফারেন্স  

এইজন্যই সেই নগরের নাম হল বাবেল (বিভেদ)। কেননা সেখানে প্রভু পরমেশ্বর সারা পৃথিবীর ভাষায় বিভেদ সৃষ্টি করেছিলেন এবং সেখান থেকেই তিনি মানব-সন্তানদের সারা পৃথিবীতে বিক্ষিপ্ত করে দিয়েছিলেন।


মানব গোষ্ঠী পূর্বদিকে পরিভ্রমণ করতে করতে অবশেষে শিনিয়র দেশে সমতলভূমি দেখতে পেয়ে সেখানেই বসতি স্থাপন করল।


ওগো সিয়োনদুহিতা, তোমাকে এখন প্রসূতি নারীর মতই যন্ত্রণাভোগ করতে হবে, এখন নগর পরিত্যাগ করতে হবে তোমাকে, বাস করতে হবে উন্মুক্ত প্রান্তরে। তোমাকে যেতে হবে ব্যাবিলনে, সেখানে তুমি উদ্ধার পাবে, প্রভু পরমেশ্বর তোমাকে সেখানেই মুক্ত করবেন শত্রুদের কবল থেকে।


শিনার দেশের রাজা অম্রাফেল, এল্লাসয়ের রাজা অরিয়োক, এলামের রাজা কেদার-লায়েমের এবং গোয়িমের রাজা তিদিয়লের আমলে উক্ত নৃপতিবৃন্দ সদোমের রাজা বিরা,


তিনি আমাকে বললেন, ব্যাবিলনে। সেখানে এর জন্য একটা মন্দির হবে। সেই মন্দিরে ওরা একে প্রতিষ্ঠা করবে।


তারা তরবারির দ্বারা আসিরিয়া এবং উন্মুক্ত কৃপাণের দ্বারা নিম্রোদের দেশ শাসন করবে। আসিরিয়ার অধিবাসীরা যখনআমাদের দেশে আসবেহানা দেবে আমাদের সীমান্তে, তখন তাদের হাত থেকে তারা রক্ষা করবে আমাদের।


তোমরা কাল্‌নে-তে গিয়ে দেখ সেখান থেকে হমাৎ-রাব্বাতে যাও, তারপর ফিলিস্তিয়ার জনপদ গাত্‌-এ যাও, এই রাজ্যগুলির চেয়ে তোমাদের রাজ্য কি ভাল? তাদের এলাকা কি তোমাদের এলাকার চেয়ে বড়?


প্রভু পরমেশ্বর বলেন, মরাথমিয় ও পকোদের লোকদের আক্রমণ কর, হত্যা কর, ধ্বংস কর তাদের। যা কিছু আমি নির্দেশ দিয়েছি, সব নিখুঁতভাবে সমাধা কর। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


এই সময় বলদনের পুত্র ব্যাবিলনরাজ মরোদক-বলদান রাজা হিষ্কিয়ের অসুস্থতার কথা জেনে তাঁকে একটি পত্র ও উপহার পাঠালেন।


সেই দিন প্রভু পরমেশ্বর আবার তাঁর পরাক্রম প্রয়োগ করবেন, তাঁর অবশিষ্ট যে প্রজারা আসিরিয়া, মিশর, পথ্রোষ, সুদান, এলম, ব্যাবিলন, হমাত এবং সমুদ্রের উপকূলবর্তী দেশ ও সমুদ্রের মাঝের দ্বীপগুলিতে ছড়িয়ে পড়ে আছে, তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনবেন।


কল্‌নো এবং কর্কমীশের শহর নগর, হমাত এবং অর্পদের শহর-নগর আমি জয় করেছি।


তিনি যিহোয়াকীমকে বন্দী করলেন ও মন্দিরের কিছু মূল্যবান সম্পদ লুণ্ঠন করলেন। জগদীশ্বর প্রভু এইভাবে নেবুকাডনেজারের হাতে যিহোয়াকিমের পতন ঘটালেন। নেবুকাডনেজার ব্যাবিলনে তাঁর আরাধ্য দেবতাদের মন্দিরে কিছু বন্দীকে নিয়ে গেলেন আর লুণ্ঠিত সম্পদ সেই মন্দিরের কোষাগারে জমা রাখলেন।


প্রভুর সাক্ষাতে তিনি ছিলেন মহাশক্তিধর ব্যাধ। এই কারণেই বলা হয়, ‘প্রভুর সাক্ষাতে মহাশক্তিধর ব্যাধ নিমরোদের তুল্য’ -


দয়া করে আমাদের জন্য প্রভু পরমেশ্বরের কাছে আমাদের হয়ে জেনে নিন যে, যেহেতু ব্যাবিলনের রাজা নেবুকাডনেজার তাঁর সৈন্যদল নিয়ে নগরী অবরোধ করেছেন, প্রভু পরমেশ্বর কি এমন কোন অলৌকিক ঘটনা ঘটাবেন, যাতে নেবুকাডনেজারের সৈন্যবাহিনী পিছু হটতে বাধ্য হয়?


ব্যাবিলন নগর ও তার অধিবাসীদের সম্বন্ধে, প্রভু পরমেশ্বরের এই বার্তা এল আমার কাছে,


হারাণ, কান্নেহ্ এবং এদনের সমস্ত শহর, শেবার বণিকেরা, অশুর এবং কিলমাদ্-এর সমস্ত শহরের সঙ্গে চলত তোমার ব্যবসা-বাণিজ্য।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন