Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 1:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 ঈশ্বর এইভাবে নভোমণ্ডল সৃষ্টি করে তার ঊর্ধ্বস্থিত জলরাশি থেকে নিম্নস্থ জলরাশিকে পৃথক করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আল্লাহ্‌ এভাবে একটা শূন্যস্থান সৃষ্টি করে শূন্যস্থানের উপরের পানি থেকে শূন্যস্থানের নিচের পানি বিভক্ত করলেন; তাতে সেরকম হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 অতএব ঈশ্বর উন্মুক্ত এলাকা তৈরি করলেন এবং সেই এলাকার উপরের ও নিচের জলকে আলাদা করে দিলেন। আর তা সেইমতোই হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 তাই ঈশ্বর আকাশমণ্ডলের সৃষ্টি করে জলকে পৃথক করলেন। এক ভাগ জল আকাশমণ্ডলের উপরে আর অন্য ভাগ জল আকাশমণ্ডলের নীচে থাকল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 ঈশ্বর এই ভাবে বায়ুমণ্ডল করে আকাশের উপরের জল থেকে নীচের জল পৃথক করলেন; তাতে সেরকম হল।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 1:7
15 ক্রস রেফারেন্স  

হে ঊর্ধ্বতম স্বর্গলোক, হে আকাশ মণ্ডলের ঊর্ধস্থ জলরাশি তাঁর প্রশস্তি কর।


অবাক হয়ে লোকে বলাবলি করতে লাগল, কে ইনি? ঝড় আর সাগরও যে এঁর কথা শোনে।


ঈশ্বর বললেন, আকাশের নীচে সমস্ত জলরাশি এক স্থানে সংহত হোক, প্রকাশিত হোক শুষ্ক ভূমি ! ঠিক তেমনি ঘটল ।


তিনি ঘন মেঘজালে জলরাশিকে আবদ্ধ রাখেন জলধর তার ভারে বিদীর্ণ হয় না।


পৃথিবীতে আলোক বিতরণের জন্য সেগুলি আকাশে প্রতিষ্ঠিত হোক আলোকবর্তিকারূপে !


উত্তর বা দক্ষিণ—যেদিকেই গাছ পড়ুক না কেন, যেদিকে পড়ে, সেদিকেই সেটা থাকে পড়ে। মেঘ জলকণায় পূর্ণ হয় যখন, বৃষ্টি হয়ে ঝরে পড়ে পৃথিবীরই বুকে।


ঈশ্বর বললেন, পৃথিবী বিভিন্ন জাতির প্রাণী— বন্য ও গৃহপালিত পশু এবং সরীসৃপ উৎপন্ন করুক । তেমনই ঘটল ।


ঈশ্বর দেখলেন, সবই চমৎকার। তিনি বললেন স্থলভূমিতে উৎপন্ন হোক উদ্ভিদ । উৎপন্ন হোক বিভিন্ন শ্রেণীর শস্য এবং বিভিন্ন শ্রেণীর সবীজ ফলদায়ী বৃক্ষ ।


উপত্যকা সমূহে তুমি করেছ উন্মুক্ত নির্ঝরের উৎসমুখ, পর্বতরাজির মাঝখান দিয়ে সেই নির্ঝর হয় প্রবাহিত।


ঈশ্বর সেই নভোমণ্ডলের নাম রাখলেন আকাশ। রাত্রি ও দিনের অবসান হল। সমাপ্ত হল দ্বিতীয় দিবস।


আকাশমণ্ডল বর্ণনা করে ঈশ্বরের মহিমা, মহাকাশ ঘোষণা করে তাঁর কীর্তি কাহিনী।


দিবস দিবসের কাছে কথা কয়, রজনী প্রকাশ করে জ্ঞান রজনীর কাছে।


যিনি আপন প্রজ্ঞায় নির্মাণ করেছেন আকাশমণ্ডল, –চিরায়ত তাঁর অবিচল প্রেম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন