Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 1:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 সুগভীর জলধি ছিল তমসাবৃত। জলধির উপরে বিরাজিত ছিল ঈশ্বরের সক্রিয় শক্তি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 দুনিয়া আকারবিহীন ও শূন্য ছিল এবং অন্ধকারে ঢাকা গভীর পানির উপরে ছিল, আর আল্লাহ্‌র রূহ্‌ পানির উপরে বিচরণ করছিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 এমতাবস্থায় পৃথিবী নিরবয়ব ও ফাঁকা ছিল, গভীরের উপরের স্তরে অন্ধকার ছেয়ে ছিল, এবং ঈশ্বরের আত্মা জলের উপর ভেসে বেড়াচ্ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 পৃথিবী ঘোর ও শূন্য ছিল, এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 অন্ধকারে আবৃত ছিল জলরাশি আর ঈশ্বরের আত্মা সেই জলরাশির উপর দিয়ে ভেসে বেড়াচ্ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 পৃথিবী বিন্যাস বিহীন ও শূন্য ছিল এবং অন্ধকার জলরাশির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে চলাচল করছিলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 1:2
17 ক্রস রেফারেন্স  

আমি পৃথিবীর দিকে চেয়ে দেখলাম। —দেখলাম, পৃথিবী ঊষর, বন্ধ্যা। —চেয়ে দেখলাম আকাশের দিকে, –—সেখানে আলো নেই।


তুমি তাদের শ্বাসবায়ু দিলে জীবের সৃষ্টি হয়, এমনি করেই তুমি নবায়িত কর ধরণীতল।


প্রভু পরমেশ্বর সৃষ্টি করেছেন আকাশমণ্ডল স্বয়ং তিনিই ঈশ্বর তিনিই পৃথিবীর রূপকার, দিয়েছেন স্থায়ী সুদৃঢ় প্রতিষ্ঠা এই পৃথিবীকে। বিশৃঙ্খলা, শ্রীহীন, নিরর্থক নয় তাঁর এ সৃজন, মানবের বসতির জন্যই রচিত এই মনোরম স্থান। ইনি সেই ঈশ্বর যিনি বলেন, আমি প্রভু পরমেশ্বর, এক এবং অদ্বিতীয়।


প্রভু পরমেশ্বরের উচ্চারণে সৃষ্ট হল গগনমণ্ডল, রূপায়িত হল সূর্য-চন্দ্র তারকারাজি তাঁর একটি আদেশে।


তিনি শূন্যের মাঝে উত্তর কোণ বিস্তৃত করেছেন, পৃথিবীকে ঝুলিয়ে রেখেছেন শূন্যে।


দেখ, এ সবই তাঁর পরাক্রমের নমুনামাত্র, অল্প কিছু কথা যা আমরা শুনেছি। কিন্তু তাঁর পরাক্রমের বজ্রনাদ কে উপলব্ধি করতে পারে?


নীনবী লুণ্ঠিত! বিধ্বস্ত! পরিত্যক্ত! ভগ্নহৃদয়, জানু শিথিল, হতাশায় বিহ্বল! সবার মুখে কালো ছায়া।


কারণ ঈশ্বর, যিনি বলেছিলেন, অন্ধকারে হোক আলোর আর্বিভাব —সেই তিনিই আমাদের হৃদয় আলোকিত করেছেন যেন খ্রীষ্টের শ্রীমুখে প্রতিভাত ঈশ্বরের মহিমা আমরা দর্শন করতে পারি। মৃন্ময় পাত্রে গচ্ছিত স্বর্গীয় সম্পদ


ঈগল যেমন নিজের বাসা নাড়া দিয়ে শাবকদের বাইরে বার করে উড়তে শিখায়, ডানার ঝাপটায় তাদের এগিয়ে নিয়ে যায়, উড়তে অক্ষম হলে ডানা মেলে তুলে নেয় বয়ে নিয়ে যায় উড়ন্ত ডানায়।


আমিই তখন ঢেকেছিলাম তাকে মেঘের আবরণে, জড়িয়ে রেখেছিলাম নিবিড় অন্ধকারে।


গভীর সমুদ্রের আচ্ছাদনে তুমি তাকে করেছিলে আবৃত, পর্বতশ্রেণীকে করেছিলে আচ্ছাদিত জলরাশির আচ্ছাদনে।


যিনি জলধির উপর বিস্তৃত করেছেন ভূমণ্ডল –চিরায়ত তাঁর অবিচল প্রেম।


মর্ত্যলোকে ধ্বনিত হোক প্রভুর প্রশস্তি হে অতিকায় জলদানব ও অতল জলধি,


যখন ছিল না জলধির অস্তিত্ব, জলের উৎসসমূহের যখন হয়নি উৎপত্তি, তখনও ছিলাম আমি।


পাখি যেমন তার শাবকদের রক্ষা করার জন্য নীড়ের উপরে ডানা মেলে ঝুঁকে থাকে, ঠিক সেইভাবে প্রভু পরমেশ্বর জেরুশালেমকে উদ্ধার করবেন, রক্ষা করবেন তাকে।


সে তার চলার পথের পিছনে রেখে যায় উজ্জ্বল রেখা, সমুদ্রের জল ফেনিয়ে সাদা হয়ে ওঠে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন