৩ যোহন 1:9 - কিতাবুল মোকাদ্দস9 আমি মণ্ডলীকে কিছু লিখেছিলাম, কিন্তু তাদের মধ্যে প্রধান হতে চায় যে দিয়ত্রিফেস, সে আমাদের স্বীকার করে না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ9 মণ্ডলীর কাছে আমি পত্র লিখেছিলাম, কিন্তু দিয়ত্রিফি যে প্রাধান্য পেতে ভালোবাসে, সে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 মণ্ডলীর কাছে আমি কিছু লিখেছিলাম কিন্তু প্রাধান্য লাভে আগ্রহী দিয়ত্রিফিস সবার উপরে থাকতে ভালবাসে, সে আমাদের গ্রাহ্য করে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 আমি মণ্ডলীকে কিছু লিখিয়াছিলাম, কিন্তু তাহাদের প্রাধান্যপ্রিয় দিয়ত্রিফি আমাদিগকে গ্রাহ্য করে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 আমি মণ্ডলীকে চিঠি লিখলাম; কিন্তু সেই দিয়ত্রিফি, যে তাদের নেতা হতে চায়, সে আমাদের কথা গ্রাহ্য করে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 আমি মণ্ডলীকে কিছু লিখেছিলাম, কিন্তু তাদের প্রাধান্যপ্রিয় দিয়ত্রিফি আমাদেরকে মান্য করে না। অধ্যায় দেখুন |