২ শমূয়েল 9:4 - কিতাবুল মোকাদ্দস4 বাদশাহ্ বললেন, সে কোথায়? সীবঃ বাদশাহ্কে বললো, দেখুন, তিনি লো-দবারে অম্মীয়েলের পুত্র মাখীরের বাড়িতে আছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 “সে কোথায়?” রাজামশাই জিজ্ঞাসা করলেন। সীব উত্তর দিয়েছিল, “তিনি লো-দবারে অম্মীয়েলের ছেলে মাখীরের বাসায় আছেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 রাজা জিজ্ঞাসা করলেন, সে কোথায়? সিবা বলল, তিনি লো-দেবারে আম্মীয়েলের পুত্র মাখীরের বাড়ীতে আছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 রাজা কহিলেন, সে কোথায়? সীবঃ রাজাকে কহিল, দেখুন, তিনি লো-দবারে অম্মীয়েলের পুত্র মাখীরের বাটীতে আছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 রাজা সীবঃকে জিজ্ঞাসা করলেন, “সেই ছেলেটি কোথায় আছে?” সীবঃ উত্তর দিল, “সে লো-দবারে, অম্মীয়েলের পুত্র মাখীরের বাড়ীতে আছে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 রাজা বললেন, “সে কোথায়?” সীবঃ রাজাকে বলল, “দেখুন, তিনি লো-দবারে অম্মীয়েলের ছেলে মাখীরের বাড়িতে আছেন৷” অধ্যায় দেখুন |