২ শমূয়েল 4:8 - কিতাবুল মোকাদ্দস8 তারা ঈশ্বোশতের মুণ্ডটি হেবরনে দাউদের কাছে এনে বাদশাহ্কে বললো, দেখুন, আপনার দুশমন তালুত, যে আপনার প্রাণনাশের চেষ্টা করতো, তার পুত্র ঈশ্বোশতের মুণ্ড; মাবুদ আজ আমাদের মালিক বাদশাহ্র পক্ষে তালুতকে ও তার বংশকে অন্যায়ের প্রতিফল দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ8 হিব্রোণে দাউদের কাছে তারা ঈশ্বোশতের মুণ্ডুটি নিয়ে গিয়ে রাজাকে বলল, “এই মুণ্ডুটি হল শৌলের সেই ছেলে ঈশ্বোশতের মুণ্ডু, যে আপনার শত্রু, ও যে আপনাকে খুন করতে চেয়েছিল। আজই শৌল ও তাঁর বংশধরের বিরুদ্ধে সদাপ্রভু আমার প্রভু মহারাজের হয়ে প্রতিশোধ নিয়েছেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 হিব্রোণে দাউদের কাছে গিয়ে ইসবোশেথের মাথাটা তাঁকে দিয়ে বললেন, দেখুন, যিনি আপনার প্রাণনাশের চেষ্টা করেছিলেন, এটি আপনার সেই শত্রু শৌলের ছেলে ইসবোশেথের মাথা। পরমেশ্বর আজ শৌল ও তাঁর বংশধরকে আমার প্রভু মহারাজের উপর অন্যায়ের প্রতিফল দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 তাহারা ঈশ্বোশতের মুণ্ড হিব্রোণে দায়ূদের নিকটে আনিয়া রাজাকে কহিল, দেখুন, আপনার শত্রু শৌল, যে আপনার প্রাণনাশের চেষ্টা করিত, তাহার পুত্র ঈশ্বোশতের মুণ্ড; সদাপ্রভু অদ্য আমাদের প্রভু মহারাজের পক্ষে শৌলকে ও তাহার বংশকে অন্যায়ের প্রতিফল দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 তারা হিব্রোণে এলো এবং মাথাটি দায়ূদকে দিল। রেখব এবং বানা রাজা দায়ূদকে বলল, “এই যে আপনার শত্রু শৌলের পুত্র ঈশ্বোশতের মাথা। সে আপনাকে হত্যার চেষ্টা করছিল। আপনার জন্য, শৌল এবং তার পরিবারকে প্রভু আজ শাস্তি দিলেন।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 তারা ঈশবোশতের মাথা হিব্রোণে দায়ূদের কাছে এনে রাজাকে বলল, “দেখুন আপনার শত্রু শৌল, যে আপনাকে হত্যা করার চেষ্টা করত, তার ছেলে ঈশবোশতের মাথা; সদাপ্রভু আজ আমাদের প্রভু মহারাজের পক্ষে শৌলকে ও তার বংশকে অন্যায়ের প্রতিফল দিলেন৷” অধ্যায় দেখুন |