২ শমূয়েল 4:11 - কিতাবুল মোকাদ্দস11 এখন যারা ধার্মিক ব্যক্তিকে তাঁরই বাড়ির মধ্যে তাঁর পালঙ্কের উপরে হত্যা করেছে, সেই দুষ্ট লোক যে তোমরা, আমি তোমাদের উপরে তার রক্তের প্রতিশোধ কি আরও বেশি করে নেব না? দুনিয়া থেকে কি তোমাদের উচ্ছেদ করবো না? অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ11 তোমরা, এই দুষ্ট লোকেরা যখন একজন নির্দোষ ব্যক্তিকে তাঁর নিজের ঘরে, তাঁরই বিছানায় খুন করেছ—তখন আরও কত না বেশি করে আমি তাঁর রক্তের প্রতিশোধ তোমাদের কাছ থেকে নেব ও এই পৃথিবীর বুক থেকে তোমাদের উচ্ছেদ করে ছাড়ব!” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 আমি তাকে মৃত্যু দণ্ড দিয়েছিলাম। তাহলে একজন নির্দোষ ব্যক্তিকে নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থায় যে দুরাচারীরা হত্যা করে, তাদের এর চেয়েও আরও কঠোর ব্যবস্থার প্রয়োজন, নয় কি? তোমরা দুরাচারীরা সেই কাজ করেছ। আমি তার প্রতিশোধ নেব এবং পৃথিবীর বুক থেকে তোমাদের মুছে ফেলব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 এখন যাহারা ধার্ম্মিক ব্যক্তিকে তাঁহারই গৃহমধ্যে তাঁহার খট্টার উপরে হত্যা করিয়াছে, সেই দুষ্ট লোক যে তোমরা, আমি তোমাদের হইতে তাহার রক্তের প্রতিশোধ কি আরও লইব না? পৃথিবী হইতে কি তোমাদিগকে উচ্ছেদ করিব না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 সেই মত আমি তোমাদের হত্যা করে এই দেশ থেকে সরিয়ে দেব। কেন? কারণ একজন সৎ লোককে তার বাড়ীতে, তার বিছানায় ঘুমন্ত অবস্থায়, তোমরা মন্দ লোকরা হত্যা করেছ।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 এখন যারা ধার্মিক ব্যক্তিকে তাঁরই ঘরের মধ্যে তাঁর খাটিয়ার উপরে হত্যা করেছে, সেই দুষ্ট লোক যে তোমরা, আমি তোমাদের থেকে তার রক্তের প্রতিশোধ কি আরও নেব না? পৃথিবী থেকে কি তোমাদের উচ্ছেদ করব না?” অধ্যায় দেখুন |