Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 3:1 - কিতাবুল মোকাদ্দস

1 তালুতের কুলে ও দাউদের কুলে পরস্পর অনেক দিন যুদ্ধ হল; তাতে দাউদ বলবান হয়ে উঠতে লাগলেন, কিন্তু তালুতের কুল ক্ষীণ হয়ে পড়তে লাগল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 শৌল গোষ্ঠী ও দাউদ গোষ্ঠীর মধ্যে চলা যুদ্ধ দীর্ঘদিন স্থায়ী হল। দাউদ দিন দিন শক্তিশালী হয়ে উঠছিলেন, অথচ শৌল গোষ্ঠী দিন দিন দুর্বল হয়ে পড়ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 দাউদের পক্ষ ও শৌলের পক্ষের সৈন্যদের মধ্যে যুদ্ধ চলল বহুদিন ধরে। দিনে দিনে দাউদ যত শক্তিশালী হয়ে উঠতে লাগল, শৌলের পক্ষের লোকেরা ততই দুর্বল হয়ে পড়তে লাগল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 শৌলের কুলে ও দায়ূদের কুলে পরস্পর অনেক দিন যুদ্ধ হইল; তাহাতে দায়ূদ বলবান হইয়া উঠিতে লাগিলেন, কিন্তু শৌলের কুল ক্ষীণ হইয়া পড়িতে লাগিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 শৌলের পরিবার ও দায়ূদের পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে যুদ্ধ চলছিল। দায়ূদ ক্রমশঃই আরো শক্তিশালী হয়ে উঠছিলেন এবং শৌলের পরিবার ক্রমশঃই দুর্বল হয়ে পড়ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 শৌলের বংশে ও দায়ূদের বংশে পরস্পরের মধ্য অনেক দিন যুদ্ধ হল; তাতে দায়ূদ (ক্রমশঃ) শক্তিশালী হয়ে উঠলেন, কিন্তু শৌলের বংশ দুর্বল হয়ে পড়ল৷

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 3:1
26 ক্রস রেফারেন্স  

রহবিয়াম ও ইয়ারাবিমের মধ্যে নিয়ত যুদ্ধ হত।


তাতে তোমার প্রথম অবস্থা ক্ষুদ্র বোধ হবে, তোমার অন্তিম দশা অতিশয় উন্নত হবে।


আর সেই দিনে ঘোরতর যুদ্ধ হল এবং অব্‌নের ও ইসরাইলের লোকেরা দাউদের গোলামদের সম্মুখে পরাজিত হল।


কেননা রক্তমাংসের সঙ্গে নয়, কিন্তু আধিপত্য সকলের সঙ্গে, কর্তৃত্ব সকলের সঙ্গে, এই অন্ধকারের দুনিয়ার অধিপতিদের সঙ্গে, আসমানের গুনাহ্‌গার রূহ্‌দের সঙ্গে আমাদের মল্লযুদ্ধ হচ্ছে।


তারা উত্তরোত্তর বলবান হয়ে অগ্রসর হয়, প্রত্যেকে সিয়োনে আল্লাহ্‌র কাছে দেখা দেয়।


কিন্তু ধার্মিক তার নিজের পথে অগ্রসর হবে, যার হাত পাক-পবিত্র, সে উত্তরোত্তর প্রবল হবে।


কেননা গুনাহ্‌-স্বভাব পাক-রূহের বিরুদ্ধে এবং পাক-রূহ্‌ গুনাহ্‌-স্বভাবের বিরুদ্ধে যুদ্ধ করে; কারণ এই দু’টি একটি অন্যটির বিরুদ্ধে বলে তোমরা যা করতে চাও তা কর না।


আর হামন তার স্ত্রী সেরশকে ও সমস্ত বন্ধুকে তার সম্বন্ধীয় সকল ঘটনার কথা বললো; তাতে তার জ্ঞানবান লোকেরা ও তার স্ত্রী সেরশ তাকে বললো, যার সম্মুখে তোমার এই পতনের আরম্ভ হল, সেই মর্দখয় যদি ইহুদী বংশীয় লোক হয়, তবে তুমি তাকে জয় করতে পারবে না, বরং তুমি তার সম্মুখে নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে।


আর আসার ও ইসরাইলের বাদশাহ্‌ বাশার মধ্যে সারা জীবন যুদ্ধ হত।


আসা এবং ইসরাইলের বাদশাহ্‌ বাশার মধ্যে যুদ্ধ হত।


আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তার বংশে পরস্পর শত্রুতা জন্মাব; সে তোমার মাথা চূর্ণ করবে এবং তুমি তার পায়ের গোড়ালি চূর্ণ করবে।


আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, একটি সাদা রংয়ের ঘোড়া এবং তার উপরে যিনি বসে আছেন, তিনি ধনুকধারী ও তাঁকে একটি মুকুট দেওয়া হল; এবং তিনি জয় করতে করতে ও জয় করার জন্য বের হলেন।


পরে যোয়াব তূরী বাজালেন; তাতে সমস্ত লোক থেমে গেল, ইসরাইলের পিছনে আর তাড়া করলো না, যুদ্ধও আর করলো না।


পরে দাউদ উত্তরোত্তর মহান হয়ে উঠলেন, কারণ মাবুদ বাহিনীগণের আল্লাহ্‌ তাঁর সহবর্তী ছিলেন।


তুমিও আমাকে লোকদের বিদ্রোহ থেকে উদ্ধার করেছ; জাতিদের কর্তা হবার জন্য রেখেছ, আমার অপরিচিত জাতি আমার গোলাম হবে।


পরে দাউদ উত্তরোত্তর মহান হয়ে উঠলেন; কারণ বাহিনীগণের মাবুদ তাঁর সহবর্তী ছিলেন।


কেননা মর্দখয় রাজপ্রাসাদের মধ্যে মহান ছিলেন ও তাঁর যশ প্রদেশগুলোতে ব্যাপ্ত হল, বস্তুত সেই মর্দখয় উওরোত্তর মহান হয়ে উঠলেন।


তুমি আমাকে লোকদের বিদ্রোহ থেকে উদ্ধার করেছ, জাতিদের মস্তক হিসেবে নিযুক্ত করেছ; আমার অপরিচিত জাতি অমার গোলাম হবে।


তিনি দুনিয়ার প্রান্ত পর্যন্ত যুদ্ধ নিবৃত্ত করেন; তিনি ধনুক ভেঙ্গে ফেলবেন, বর্শা খণ্ড খণ্ড করেন, তিনি সমস্ত রথ আগুনে পুড়িয়ে দিবেন।


যে সময়ে তালুতের কুলে ও দাউদের কুলে পরস্পর যুদ্ধ হল, সেই সময়ে অব্‌নের তালুতের কুলের পক্ষে বীরত্ব দেখালেন।


দাউদের এসব পুত্র হেবরনে জন্মগ্রহণ করলো, জ্যেষ্ঠ পুত্র অম্নোন, সে যিষ্রিয়েলীয়া অহীনোয়মের গর্ভজাত; দ্বিতীয় দানিয়াল, সে কর্মিলীয়া অবীগলের গর্ভজাত;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন