Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 24:24 - কিতাবুল মোকাদ্দস

24 কিন্তু বাদশাহ্‌ অরৌণাকে বললেন, তা নয়, আমি অবশ্য মূল্য দিয়ে তোমার কাছ থেকে এ সমস্ত ক্রয় করবো; আমি আমার আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে বিনামূল্যে পোড়ানো-কোরবানী করবো না। পরে দাউদ পঞ্চাশ শেকল রূপা দিয়ে সেই খামার ও ষাঁড়গুলো ক্রয় করে নিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

24 কিন্তু রাজামশাই অরৌণাকে উত্তর দিলেন, “তা হবে না, আমি অবশ্যই তোমাকে এর দাম দেব। আমি আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে এমন কোনও হোমবলি উৎসর্গ করব না, যার জন্য আমাকে কোনও দাম দিতে হয়নি।” অতএব দাউদ সেই খামারটি ও বলদগুলি কিনে নিয়েছিলেন এবং সেগুলির জন্য পঞ্চাশ শেকল রুপো দাম দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 কিন্তু রাজা অরৌণাকে বললেন, না এগুলির জন্য আমি তোমাকে দাম দেব। বিনামূল্যে পাওয়া জিনিষ কোন আমি আমার প্রভু পরমেশ্বরের কাছে হোমবলিরূপে উৎসর্গ করব না। তিনি পঞ্চাশ রৌপ্যমুদ্রা দিয়ে ঐ জমি এবং বৃষগুলি কিনে নিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 কিন্তু রাজা অরৌণাকে কহিলেন, তাহা নয়, আমি অবশ্য মূল্য দিয়া তোমার কাছে এই সমস্ত ক্রয় করিব; আমি আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিনামূল্যে হোমবলি উৎসর্গ করিব না। পরে দায়ূদ পঞ্চাশ শেকল রৌপ্যে সেই খামার ও বৃষগুলি ক্রয় করিয়া লইলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 কিন্তু রাজা অরৌণাকে বললেন, “না! আমি তোমাকে এই জমির দাম দিয়ে দেব। আমি আমার প্রভু ঈশ্বরকে হোমবলি উৎসর্গ করব না যার জন্য আমি কোন অর্থ দিইনি।” তখন দায়ূদ 50 শেকেল রূপোর বিনিময়ে সেই ঢেঁকি এবং গরুগুলো কিনে নিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 কিন্তু রাজা অরৌণাকে বললেন, “তা নয়, আমি অবশ্যই মূল্য দিয়ে তোমার কাছে থেকে এই সমস্ত কিনব; আমি আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিনামূল্যে হোমবলি উত্সর্গ করব না৷” পরে দায়ূদ পঞ্চাশ শেকল রূপা দিয়ে সেই খামার ও ষাঁড়গুলি কিনে নিলেন৷

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 24:24
8 ক্রস রেফারেন্স  

আর সেই দেশের সকলকে শুনিয়ে ইফ্রোণকে বললেন, যদি আপনার ইচ্ছা হয়, নিবেদন করি, আমার কথা শুনুন, আমি সেই ক্ষেতের মূল্য দিই, আপনি আমার কাছ থেকে তা গ্রহণ করুন, পরে আমি সেই স্থানে আমার স্ত্রীর লাশ দাফন করব।


মন্দের বদলে কারো মন্দ করো না; সকল মানুষের দৃষ্টিতে যা উত্তম, ভেবে চিন্তে তা-ই কর।


পরে দাউদ ইসরাইল দেশস্থ বিদেশী লোকদেরকে একত্র করতে হুকুম দিলেন;


হে আমার মালিক, তা হবে না; আমার কথা শুনুন, আমি সেই ক্ষেত ও সেখানকার গুহা আপনাকে দান করলাম; আমি নিজের জাতির সন্তানদের সম্মুখেই আপনাকে তা দিলাম, আপনার স্ত্রীর লাশ দাফন করুন।


তখন ইব্রাহিম ইফ্রোণের কথায় রাজী হলেন; ইফ্রোণ হেতের সন্তানদের কর্ণগোচরে যে রূপার কথা বলেছিলেন, ইব্রাহিম বণিকদের মধ্যে প্রচলিত মাপ অনুযায়ী চার শত শেকল রূপা ওজন করে ইফ্রোণকে দিলেন।


আর শয়তান ইসরাইলের প্রতিকূলে দাঁড়িয়ে ইসরাইলকে গণনা করতে দাউদকে প্রবৃত্তি দিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন