Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 23:8 - কিতাবুল মোকাদ্দস

8 দাউদের বীরদের নামাবলী। তখমোনীয় যোশেব-বশেবৎ সেনানীবর্গের নেতা ছিলেন; ইস্‌নীয় আদীনো, তিনি এককালে নিহত আটশত লোকের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

8 দাউদের বলবান যোদ্ধাদের নাম এইরকম: তখমোনীয় যোশেব-বশেবৎ, তিনি তিনজনের মধ্যে প্রধান ছিলেন; তিনি 800 জনের বিরুদ্ধে তাঁর বর্শা উত্তোলন করলেন, ও একবারেই তাদের মেরে ফেলেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 দাউদের বিখ্যাত যোদ্ধাদের নাম: তকহেমন নিবাসী যোশেব বসশেবেথ ছিলেন “তিনজন সেনাপতির” মধ্যে প্রধান। একটি যুদ্ধে শুধুমাত্র বর্শা দিয়ে তিনি আটশো জনকে বধ করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 দায়ূদের বীরগণের নামাবলী। তখমোনীয় যোশেব-বশেবৎ সেনানীবর্গের অধ্যক্ষ ছিলেন; ইস্‌নীয় আদীনো, তিনি এককালে নিহত আটশত লোকের বিরুদ্ধে যুদ্ধ করিতেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 এইগুলি হল দায়ূদের বীর সৈনিকের নাম: তখমোনীয় যোশেব-বশেবৎ‌‌। যোশেব-বশেবৎ‌‌ তিনজন শৌর্য্যপূর্ণ সেনার অধিনায়ক ছিল। তাকে ইস্নীয আদীনো বলে ডাকা হত। যোশেব-বশেবৎ‌‌ একসঙ্গে 800 লোককে হত্যা করেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 দায়ূদের বীরেদের নামের তালিকা৷ তখ-মোনীয় যোশেব-বশেবৎ সৈন্যদলের প্রধান ছিলেন; ইসনীয় আদীনো, তিনি এককালে আটশো লোকের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন৷

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 23:8
8 ক্রস রেফারেন্স  

প্রথম দলের উপরে প্রথম মাসের জন্য সব্দীয়েলের পুত্র যাশবিয়াম; তাঁর দলে চব্বিশ হাজার লোক ছিল;


দাউদের চাচা যোনাথন মন্ত্রী ও বুদ্ধিমান লোক, আর লেখক ছিলেন এবং হক্‌মোনির পুত্র যিহীয়েল রাজপুত্রদের সেবা করার দায়িত্বে ছিলেন।


কিন্তু ইমাম সাদোক, যিহোয়াদার পুত্র বনায়, নবী নাথন, শিমিয়ি, রেয়ি ও দাউদের বীরেরা আদোনিয়ের পক্ষে যান নি।


দাউদের বীরদের মধ্যে এই এই ব্যক্তি প্রধান; ইসরাইলের সম্বন্ধে মাবুদের কালাম অনুসারে দাউদকে বাদশাহ্‌ করার জন্য এঁরা সমস্ত ইসরাইলের সঙ্গে তাঁর রাজত্বে তাঁর প্রবল সহকারী হলেন।


পরে তিনি একটি গাধার কাঁচা চোঁয়াল দেখতে পেয়ে হাত বাড়িয়ে তা নিলেন এবং তা দিয়ে এক হাজার লোককে আঘাত করে মেরে ফেললেন।


এই সংবাদ পেয়ে দাউদ যোয়াব ও বিক্রমশালী সমস্ত সৈন্যকে সেখানে প্রেরণ করলেন।


বনি-ইসরাইলদের সংখ্যা অনুসারে পিতৃকুলপতি, সহস্রপতি, শতপতি ও কর্মকর্তারা বাদশাহ্‌র পরিচর্যা করতেন; তাঁরা নানা দলে বিভক্ত হয়ে প্রতি বছরের এক মাসের জন্য কাজে নিযুক্ত হতেন; প্রত্যেক দলে চব্বিশ হাজার লোক ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন