Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 23:27 - কিতাবুল মোকাদ্দস

27 অনাথোতীয় অবীয়েষর, হূশাতীয় মবুন্নয়,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

27 অনাথোতের অধিবাসী অবীয়েষর, হূশাতীয় সিব্বখয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 অনাথোতীয় অবীয়েষর; হূশাতীয় মবুন্নয়;

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 অনাথোতীয় অবীয়েষর, হুশাতীয় মবুন্নয়,

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 23:27
5 ক্রস রেফারেন্স  

চারণ-ভূমির সঙ্গে অনাথোৎ ও চারণ-ভূমির সঙ্গে অলমোন এই চারটি নগর দিল।


নবম মাসের জন্য নবম সেনাপতি বিন্‌ইয়ামীন-বংশজাত অনাথোতীয় অবীয়েষর; তাঁর দলে চব্বিশ হাজার লোক ছিল।


তকোয়ীয় ইক্কেশের পুত্র ঈরা,


আর বললেন, হে আমার আল্লাহ্‌, এমন কাজ যেন আমি না করি। আমি কি এই মানুষের রক্ত পান করবো, যারা প্রাণ পণ করেছে? এরা প্রাণপণ করে এই পানি এনেছে। অতএব তিনি তা পান করতে সম্মত হলেন না। ঐ বীরত্রয় এসব কাজ করেছিলেন।


এর পরে আর একবার গোবে ফিলিস্তিনীদের সঙ্গে যুদ্ধ হল; সেই সময় হূশাতীয় সিব্বখয় সফ নামে এক জন রফায়ীয়কে হত্যা করলো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন