Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 23:24 - কিতাবুল মোকাদ্দস

24 যোয়াবের ভাই অসাহেল ঐ ত্রিশের মধ্যে এক জন ছিলেন; বেথেলহেমস্থ দোদয়ের পুত্র ইল্‌হানন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

24 সেই ত্রিশজনের মধ্যে ছিলেন: যোয়াবের ভাই অসাহেল, বেথলেহেমের অধিবাসী দোদয়ের ছেলে ইলহানন,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24-39 যোয়াবের ভাই অসাহেল, বেথলেহেম নিবাসী ডোডোর পুত্র ইলহানন, হারোদ নিবাসী শামমাহ্ ও ইলিকা, পেলেত নিবাসী হেলেস, টেকোয়ার ইককেশের পুত্র ইরা, আনাথোত নিবাসী অবিয়েশর, হুশাহ্ নিবাসী মবুননয়, অহোহ্ নিবাসী সাল্‌মোন, নটোফা নিবাসী বানাহ্-এর পুত্র হেলব, বিন্যামীন গোষ্ঠীর এলাকা গিবিয়ার রিবায়-এর পুত্র ইত্তয়, পিরিয়াথন নিবাসী বেনাইয়াহ্, গাশ্ উপত্যকার অধিবাসী হিদ্দয়, অরাবার অবিয়ালবোন, বহুরিমের আসমাবেত, শালবনের এলিয়াহবা, যাশেনের পুত্রেরা, যোনাথন, হরারের শাম্‌মাহ। হরার নিবাসী অহিয়ামের পুত্র শরব, মাকাহ্ নিবাসী অহসবায়ের পুত্র ইলিফেলট, গিলো নিবাসী অহিথোফলের পুত্র ইলিয়াম কার্মেলের হেষ্‌রো, অর্বের পারই, সোবাহ্ নিবাসী নাথানের পুত্র জিগাল, গাদ নিবাসী বানী, আম্মোন নিবাসী সেলেক, বিরোথ নিবাসী নহরয়, ছিলেন সরূয়ার পুত্র যোয়াবের অস্ত্রবাহক। যিত্রো নিবাসী ইরা ও গারেব, হিত্তিয় উরিয়। দাউদের সৈন্যদলে সবসমেত সাঁইত্রিশজন বিখ্যাত যোদ্ধা ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24-39 যোয়াবের ভ্রাতা অসাহেল ঐ ত্রিশের মধ্যে এক জন ছিলেন; বৈৎলেহমস্থ দোদয়ের পুত্র ইল্‌হানন, হরোদীয় শম্ম, হরোদীয় ইলীকা, পল্টীয় হেলস, তকোয়ীয় ইক্কেশের পুত্র ঈরা, অনাথোতীয় অবীয়েষর, হূশাতীয় মবুন্নয়, অহোহীয় সল্‌মোন, নটোফাতীয় মহরয়, নটোফাতীয় বানার পুত্র হেলব, বিন্যামীন-সন্তানদের গিবিয়া-নিবাসী রীবয়ের পুত্র ইত্তয়, পিরিয়াথোনীয় বনায়, গাশ উপত্যকা নিবাসী হিদ্দয়, অর্বতীয় অবি-য়লবোন, বরহূমীয় অস্‌মাবৎ, শাল্‌বোনীয় ইলিয়হবা, যাশেনের পুত্র যোনাথন, হরারীয় শম্ম, অরারীয় সাররের পুত্র অহীয়াম, মাখাথীয়ের পৌত্র অহস্‌বয়ের পুত্র ইলীফেলট, গীলোনীয় অহীথোফলের পুত্র ইলীয়াম, কর্মিলীয় হিষ্রয়, অর্ব্বীয় পারয়, সোবানিবাসী নাথনের পুত্র যিগাল, গাদীয় বানী, অম্মোনীয় সেলক, সরূয়ার পুত্র যোয়াবের অস্ত্রবাহক বেরোতীয় নহরয়, যিত্রীয় ঈরা, যিত্রীয় গারেব, হিত্তীয় ঊরিয়; সর্ব্বশুদ্ধ সাঁইত্রিশ জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 ত্রিশ জন যোদ্ধার অন্যান্য বীররা হল: যোয়াবের ভাই অসাহেল; বৈৎ‌লেহমের দোদয়ের পুত্র ইল্হানন;

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 যোয়াবের ভাই অসাহেল ঐ ত্রিশের মধ্যে একজন ছিলেন; বৈৎলেহমের দোদয়ের ছেলে ইলহানন,

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 23:24
6 ক্রস রেফারেন্স  

সেই স্থানে যোয়াব, অবীশয় ও অসাহেল নামে সরূয়ার তিন পুত্র ছিলেন, সেই অসাহেল বন্য হরিণের মত জোরে দৌড়াতে পারতেন।


চতুর্থ মাসের জন্য চতুর্থ সেনাপতি যোয়াবের ভাই অসাহেল ও তাঁর পরে তাঁর পুত্র সবদিয়; তাঁর দলে চব্বিশ হাজার লোক ছিল।


সৈন্যবর্গের অসম সাহসী লোকদের নাম। যোয়াবের ভাই অসাহেল, বেথেলহেমস্থ দোদোর পুত্র ইল্‌হানন,


তিনি ঐ ত্রিশ জনের চেয়ে মর্যাদা্পন্ন, কিন্তু প্রথম নরত্রয়ের মত ছিলেন না; দাউদ তাকে তাঁর রক্ষীসেনার নেতা করলেন।


তখন সরূয়ার পুত্র যোয়াব ও দাউদের গোলামরাও বের হলেন, আর গিবিয়োনের পুস্করিণীর কাছে তাঁরা পরস্পর সম্মুখা-সম্মুখী হলেন, এক দল পুস্করিণীর এপারে, অন্য দল পুস্করিণীর ওপারে বসলো।


আবার ফিলিস্তিনীদের সঙ্গে গোবে যুদ্ধ হল, আর যারে-ওরগীমের পুত্র বেথেলহেমীয় ইল্‌হানন তাঁতের নরাজের মত বর্শাধারী গাতীয় জালুতকে হত্যা করলো, এর বর্শা ছিল তাঁতের নরাজের মত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন