২ শমূয়েল 22:8 - কিতাবুল মোকাদ্দস8 তখন দুনিয়া টলল, কাঁপতে লাগল, আসমানের সমস্ত ভিত্তি বিচলিত হল, ও ভয়ে কাঁপতে লাগল, কারণ তিনি ক্রোধে জ্বলে উঠলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ8 তখন পৃথিবী টলে উঠল, কেঁপে উঠল, আকাশমণ্ডলের ভিত্তি নড়ে উঠল; কেঁপে উঠল তাঁর ক্রোধের কারণে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 তখন জ্বলে উঠল তাঁর ক্রোধ পৃথিবী টলতে লাগল, কাঁপতে লাগল পর্বতমালার ভিত্তি দুলে উঠল, কাঁপতে লাগল থর থর করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 তখন পৃথিবী টলিল, কম্পিত হইল, গগনমণ্ডলের ভিত্তি সকল বিচলিত হইল, ও টলিল, কারণ তিনি জ্বলিয়া উঠিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 তখন মাটি কেঁপে উঠল। অন্তরীক্ষের ভিত নড়ে উঠল। কেন? কারণ, প্রভু ক্রোধান্বিত হলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 তখন পৃথিবী কেঁপে উঠল আর টলতে লাগল, আকাশের সমস্ত ভিত্তিগুলি কেঁপে উঠল ও টলতে লাগল; কারণ তিনি প্রচণ্ড রেগে গেলেন। অধ্যায় দেখুন |