Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 22:8 - কিতাবুল মোকাদ্দস

8 তখন দুনিয়া টলল, কাঁপতে লাগল, আসমানের সমস্ত ভিত্তি বিচলিত হল, ও ভয়ে কাঁপতে লাগল, কারণ তিনি ক্রোধে জ্বলে উঠলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

8 তখন পৃথিবী টলে উঠল, কেঁপে উঠল, আকাশমণ্ডলের ভিত্তি নড়ে উঠল; কেঁপে উঠল তাঁর ক্রোধের কারণে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 তখন জ্বলে উঠল তাঁর ক্রোধ পৃথিবী টলতে লাগল, কাঁপতে লাগল পর্বতমালার ভিত্তি দুলে উঠল, কাঁপতে লাগল থর থর করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তখন পৃথিবী টলিল, কম্পিত হইল, গগনমণ্ডলের ভিত্তি সকল বিচলিত হইল, ও টলিল, কারণ তিনি জ্বলিয়া উঠিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 তখন মাটি কেঁপে উঠল। অন্তরীক্ষের ভিত নড়ে উঠল। কেন? কারণ, প্রভু ক্রোধান্বিত হলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তখন পৃথিবী কেঁপে উঠল আর টলতে লাগল, আকাশের সমস্ত ভিত্তিগুলি কেঁপে উঠল ও টলতে লাগল; কারণ তিনি প্রচণ্ড রেগে গেলেন।

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 22:8
13 ক্রস রেফারেন্স  

তাঁর বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করলো; দুনিয়া তা দেখলো, কেঁপে উঠলো।


আসমানের সমস্ত স্তম্ভ কেঁপে ওঠে, তাঁর ভর্ৎসনায় চমকে উঠে।


ঘূর্ণিবাতাসে তোমার বজ্রের ধ্বনি হল, বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করলো, দুনিয়া কেঁপে উঠলো ও দুলতে লাগল।


হে মাবুদ, তুমি যখন সেয়ীর থেকে থেকে রওনা হলে, ইদোম এলাকা থেকে অগ্রসর হলে, ভূমি কাঁপল, আকাশও বর্ষণ করলো, মেঘমালা পানি বর্ষণ করলো।


আর দেখ, মহা-ভূমিকমপ হল; কেননা প্রভুর এক জন ফেরেশতা বেহেশত থেকে নেমে এসে সেই পাথরখানি সরিয়ে দিলেন এবং তার উপরে বসলেন।


তাঁর ভয়ে পর্বতমালা কাঁপে, উপপর্বতগুলো গলে যায় এবং তাঁর সম্মুখ থেকে দুনিয়া, দুনিয়া ও সেখানকার অধিবাসী সকলে কেঁপে ওঠে।


তখন দুনিয়া টলতে লাগল, কাঁপতে লাগল, পর্বতরাজির সমস্ত মূল বিচলিত হল ও টলতে লাগল, কারণ তিনি জ্বলে উঠলেন।


যে স্থানে তাঁরা সমবেত হয়েছিলেন, তাঁরা মুনাজাত করলে পর সেই স্থান কেঁপে উঠলো; এবং তাঁরা সকলেই পাক-রূহে পরিপূর্ণ হলেন ও সাহসপূর্বক আল্লাহ্‌র কালাম বলতে থাকলেন।


আর দেখ, বায়তুল-মোকাদ্দসের পর্দা উপর থেকে নিচ পর্যন্ত চিরে দু’ভাগ হয়ে গেল, ভূমিকমপ হল ও শৈলগুলো বিদীর্ণ হল,


তখন দুনিয়া কেঁপে উঠলো, আসমান বৃষ্টি ঢেলে দিল; আল্লাহ্‌র সাক্ষাতে, ঐ সিনাই আল্লাহ্‌র সাক্ষাতে, আল্লাহ্‌র সাক্ষাতে, ইসরাইলের আল্লাহ্‌র সাক্ষাতে।


যে পুরুষ তাদের স্পর্শ করবেন, তিনি পেরেক ও বর্শাদণ্ডে পূর্ণ হবেন; পরে তারা স্বস্থানে আগুনে ভস্মীভূত হবে।


সমুদ্রের মধ্যে তোমার পথ ছিল, বহু জলরাশির মধ্যে তোমার পথ ছিল, তোমার পদচিহ্ন জানা গেল না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন