Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 22:41 - কিতাবুল মোকাদ্দস

41 তুমি আমার দুশমনদের আমা থেকে ফিরিয়ে দিয়েছ; আমি আমার বিদ্বেষীদের সংহার করেছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

41 আমার শত্রুদের তুমি পিছু ফিরে পালাতে বাধ্য করেছ, আর আমি আমার প্রতিপক্ষদের ধ্বংস করেছি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

41 আমার শত্রুদের তুমি পলায়নে বাধ্য করেছ, আমার বিদ্বেষীদের আমি করেছি নিধন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

41 তুমি আমার শত্রুগণকে আমা হইতে ফিরাইয়া দিয়াছ; আমি আপন বিদ্বেষীদিগকে সংহার করিয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

41 আমার শত্রুর গলা কেটে তাদের লুটিয়ে ফেলার সুযোগ আপনিই আমাকে দিয়েছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

41 তুমি আমার শত্রুদের আমার কাছ থেকে ফিরিয়ে দিয়েছ; যারা আমাকে ঘৃণা করে তাদের আমি ধ্বংস করেছি।

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 22:41
8 ক্রস রেফারেন্স  

আমি তোমার আগে আমার ত্রাস প্রেরণ করবো এবং তুমি যে সমস্ত জাতির কাছে উপস্থিত হবে তাদেরকে অস্থির করবো ও তোমার দুশমনদেরকে তোমা থেকে ফিরিয়ে দেব।


এভাবে তারা ঐ বাদশাহ্‌দেরকে ইউসার কাছে আনলে ইউসা ইসরাইলের সমস্ত পুরুষকে ডাকলেন এবং যারা তাঁর সঙ্গে যুদ্ধে গিয়েছিল তাদের সেনাপতিদের বললেন, তোমরা কাছে এসো, এই বাদশাহ্‌দের ঘাড়ে পা রাখ; তাতে তারা কাছে এসে তাদের ঘাড়ে পা রাখল।


এছাড়া, আমার এই যে দুশমনেরা ইচ্ছা করে নি যে, আমি তাদের উপরে রাজত্ব করি, তাদেরকে এই স্থানে আন, আর আমার সাক্ষাতে হত্যা কর।


কিন্তু তাঁর লোকেরা তাঁকে ঘৃণা করতো, তারা তাঁর পিছনে দূত পাঠিয়ে দিল, বললো, আমাদের ইচ্ছা নয় যে, এই ব্যক্তি আমাদের উপরে রাজত্ব করেন।


এহুদা, তোমার ভাইয়েরা তোমারই স্তব করবে; তোমার হাত তোমার দুশমনদের ঘাড় ধরবে; তোমার পিতৃসন্তানেরা তোমার সম্মুখে ভূমিতে উবুড় হয়ে সম্মান দেখাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন