Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 22:40 - কিতাবুল মোকাদ্দস

40 কারণ তুমি যুদ্ধ করবার শক্তি দিয়ে আমার কোমরবন্ধনী পরিয়ে দিয়েছ, যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল, তাদেরকে তুমি আমার অধীনে নত করেছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

40 যুদ্ধের জন্য তুমি আমাকে শক্তি দিয়েছ; আমার সামনে আমার বিপক্ষদের তুমি নত করেছ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

40 কারণ তুমিই দিয়েছ আমায় যুদ্ধ করার শক্তি আমায় যারা আক্রমণ করেছিল তাদের উপর তুমি আমায় করেছ বিজয়ী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

40 কারণ তুমি যুদ্ধার্থে বল দিয়া আমার কটিবন্ধন করিয়াছ, যাহারা আমার বিরুদ্ধে উঠিয়াছিল, তাহাদিগকে তুমি আমার অধীনে নত করিয়াছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

40 হে ঈশ্বর, আপনিই আমায় যুদ্ধে শক্তিশালী করেছেন, আপনিই আমার শত্রুদের আমার পায়ের কাছে লুটিয়ে দিয়েছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

40 কারণ তুমি যুদ্ধ করার জন্য শক্তি দিয়ে আমার কোমরে বেল্ট পরিয়েছ, যারা আমার বিরুদ্ধে উঠেছিল; তাদের তুমি আমার অধীনে নত করেছ।

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 22:40
11 ক্রস রেফারেন্স  

তোমার দ্বারা আমরা আমাদের বিপক্ষদেরকে পরাস্ত করবো; যারা আমার বিরুদ্ধে উঠে, তাদেরকে তোমার নামে পদতলে দলবো।


তোমরা আনন্দের সঙ্গে সমপূর্ণ ধৈর্য ও সহিষ্ণুতা প্রকাশ করার জন্য তাঁর মহিমার পরাক্রম অনুসারে সমস্ত শক্তিতে শক্তিমান হও;


আর যারা তোমাকে দুঃখ দিত, তাদের সন্তানেরা হেঁট হয়ে তোমার কাছ আসবে; এবং যারা তোমাকে হেয়জ্ঞান করতো, তারা সকলে তোমার পদতলে সেজ্‌দা করবে, আর তোমাকে বলবে, এটি মাবুদের নগরী, এটি ইসরাইলের পবিত্রতমের সিয়োন।


কারণ তুমি যুদ্ধার্থে বল দিয়ে আমার কোমর বেঁধেছ; যারা আমার বিরুদ্ধে উঠেছিল, তাদেরকে তুমি আমার অধীনে নত করেছ।


আর তাঁরা একটি নতুন গজল গাইলেন, বললেন, ‘তুমি ঐ কিতাব গ্রহণ করার ও তার সীলমোহরগুলো খুলবার যোগ্য; কেননা তুমি হত হয়েছ এবং নিজের রক্ত দ্বারা সমস্ত বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ থেকে আল্লাহ্‌র জন্য লোকদেরকে ক্রয় করেছ;


আমিই মাবুদ, আর কেউ নয়; আমি ছাড়া অন্য আল্লাহ্‌ নেই; তুমি আমাকে না জানলেও আমি তোমাকে শক্তিশালী করবো;


তিনি আমার দয়াস্বরূপ ও আমার দুর্গ, আমার উচ্চদুর্গ ও আমার উদ্ধারকর্তা; তিনি আমার ঢাল, আমি তাঁর মধ্যেই আশ্রয় নিই; তিনি আমার লোকদেরকে আমার অধীনে নত করেন।


আল্লাহ্‌ বল দিয়ে আমার কোমরবন্ধনী পরিয়েছেন। তিনি আমার পথ সিদ্ধ করেছেন।


তখন দাউদ ও তাঁর লোকেরা কিয়ীলাতে গেলেন এবং ফিলিস্তিনীদের সঙ্গে যুদ্ধ করে তাদের পশুগুলো নিয়ে আসলেন, আর তাদের মহা আয়োজনে সংহার করলেন; এভাবে দাউদ কিয়ীলা-নিবাসীদের রক্ষা করলেন।


তা তার পক্ষে পরিধানের পোশাকের মত, ও প্রতিদিনের কোমড়-বন্ধের মত হোক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন