২ শমূয়েল 21:11 - কিতাবুল মোকাদ্দস11 পরে তালুতের উপপত্নী অয়ার কন্যা রিস্পা যে কাজ করেছে তা বাদশাহ্ দাউদকে জানানো হল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ11 অয়ার মেয়ে তথা শৌলের উপপত্নী রিস্পা কী করল, তা যখন দাউদকে বলা হল, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 শৌলের উপপত্নী রিসপার এই অবস্থার কথা শুনে রাজা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 পরে অয়ার কন্যা রিস্পা, শৌলের উপপত্নী, সেই যে কর্ম্ম করিল, তাহা দায়ূদ রাজাকে জ্ঞাত করা হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 শৌলের দাসী রিস্পা যা করছে, সে সম্পর্কে লোকরা রাজা দায়ূদকে বলল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 পরে অয়ার মেয়ে রিস্পা, শৌলের উপপত্নী, সেই যে কাজ করল, সেটা দায়ূদ রাজাকে জানানো হল৷ অধ্যায় দেখুন |