২ শমূয়েল 2:12 - কিতাবুল মোকাদ্দস12 একবার নেরের পুত্র অব্নের এবং তালুতের পুত্র ঈশ্বোশতের গোলামেরা মহনয়িম থেকে গিবিয়োনে গমন করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ12 নেরের ছেলে অবনের শৌলের ছেলে ঈশ্বোশতের লোকদের সঙ্গে নিয়ে মহনয়িম ছেড়ে গিবিয়োনে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 একদিন অবনের এবং ইসবোশেথের রাজকর্মচারীরা মহনায়িম থেকে গিবিয়োনে গিয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 একদা নেরের পুত্র অব্নের, এবং শৌলের পুত্র ঈশ্বোশতের দাসগণ মহনয়িম হইতে গিবিয়োনে গমন করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 নেরের পুত্র অব্নের এবং শৌলের পুত্র ইশ্বোশতের কিছু আধিকারিকগণ মহনয়িম থেকে গিবিয়োনে গেল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 একদিনের নেরের ছেলে অবনের এবং শৌলের ছেলে ঈশবোশতের দাসরা মহনয়িম থেকে গিবিয়োনে গেলেন৷ অধ্যায় দেখুন |