Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 19:33 - কিতাবুল মোকাদ্দস

33 বাদশাহ্‌ বর্সিল্লয়কে বললেন, তুমি আমার সঙ্গে পার হয়ে এসো, আমি তোমাকে জেরুশালেমে আমার সঙ্গে প্রতিপালন করবো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

33 রাজামশাই বর্সিল্লয়কে বললেন, “নদী পার হয়ে আমার সঙ্গে গিয়ে জেরুশালেমে থাকুন, আর আমি আপনার জন্য সব ব্যবস্থা করব।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

33 রাজা বর্সিল্লয়কে বললেন, আমার সঙ্গে জেরুশালেমে চল। আমি তোমার সমস্ত ভার নেব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

33 রাজা বর্সিল্লয়কে কহিলেন, তুমি আমার সহিত পার হইয়া আইস, আমি তোমাকে যিরূশালেমে আমার সঙ্গে প্রতিপালন করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

33 দায়ূদ বর্সিল্লয়কে বললেন, “আমার সঙ্গে নদীর অন্য পাড়ে এস। যদি তুমি আমার সঙ্গে জেরুশালেমে থাক আমি তোমার বিষয়ে যত্ন নেব।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

33 রাজা বর্সিল্লয়কে বললেন, “তুমি আমার সঙ্গে পার হয়ে এসো, আমি তোমাকে যিরূশালেমে আমার সঙ্গে লালনপালন করব৷”

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 19:33
7 ক্রস রেফারেন্স  

এখন তোমরা যারা দুঃখ-কষ্ট ভোগ করছো, তোমাদেরকেও আমাদের সঙ্গে বিশ্রাম দেবেন। এটা তখনই হবে যখন প্রভু ঈসা বেহেশত থেকে নিজের পরাক্রমের ফেরেশতাদের সঙ্গে জ্বলন্ত আগুনের মধ্যে প্রকাশিত হবেন,


তখন সীবঃ বাদশাহ্‌কে বললো, আমার মালিক বাদশাহ্‌ তাঁর গোলামকে যে যে হুকুম করলেন, সেই অনুসারে আপনার এই গোলাম সমস্তই করবে। আর মফীবোশৎ রাজপুত্রদের একজনের মত বাদশাহ্‌র খাবার টেবিলে ভোজন করতে লাগলেন।


বর্সিল্লয় অতি বৃদ্ধ, আশি বছর বয়স্ক ছিলেন; আর মহনয়িমে বাদশাহ্‌র অবস্থিতিকালে তিনি বাদশাহ্‌র খাদ্য যুগিয়েছিলেন, কারণ তিনি খুব ধনী এক জন মানুষ ছিলেন।


কিন্তু বর্সিল্লয় বাদশাহ্‌কে বললেন, আমার আয়ুর আর কত দিন আছে যে, আমি বাদশাহ্‌র সঙ্গে জেরুশালেমে উঠে যাব?


দাউদ মহনয়িমে উপস্থিত হওয়ার পর অম্মোনীয়দের রব্বা-নিবাসী রাহশের পুত্র শোবি, আর লোদবার-নিবাসী অম্মীয়েলের পুত্র মাখীর এবং রোগলীম-নিবাসী গিলিয়দীয় বর্সিল্লয় দাউদের ও তাঁর সঙ্গী লোকদের জন্য বিছানা, বাটি, মাটির পাত্র এবং


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন