২ শমূয়েল 1:2 - কিতাবুল মোকাদ্দস2 পরে তৃতীয় দিনে তালুতের শিবির থেকে এক জন লোক এল, তার কাপড় ছেঁড়া ও মাথায় মাটি ছিল। দাউদের কাছে এসে সে ভূমিতে উবুড় হয়ে সালাম করলো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ2 তৃতীয় দিনে শৌলের সৈন্যশিবির থেকে ছিন্নবস্ত্রে ও মাথায় ধুলো মেখে একটি লোক সেখানে পৌঁছেছিল। দাউদের কাছে এসে সে তাঁকে সম্মান জানানোর জন্য মাটিতে উবুড় হয়ে পড়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 তাঁর ফেরার পরের দিন শৌলের শিবির থেকে একটি যুবক দাউদের কাছে এল। তার পরণে ছেঁড়া কাপড়, মাথায় মাটি মাখা। সে সসম্ভ্রমে সাষ্টাঙ্গে দাউদকে প্রণাম করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আর দায়ূদ সিক্লগে দুই দিবস থাকিলেন; পরে তৃতীয় দিবসে, দেখ, শৌলের শিবির হইতে একটী লোক আসিল, তাহার কাপড় ছেঁড়া ও মাথায় মাটী ছিল, দায়ূদের নিকটে আসিয়া সে ভূমিতে পড়িয়া প্রণিপাত করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 তৃতীয় দিন একজন তরুণ সৈনিক সিক্লগে এলো। লোকটির জামাকাপড় ছেঁড়া, মাথায় ধূলোবালি ভর্ত্তি। সে দায়ূদের কাছে এসে মাথা নত করে তাঁকে প্রণাম করলো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 পরে তৃতীয় দিনের, দেখ, শৌলের শিবির থেকে একটা লোক এল, তার কাপড় ছেঁড়া ও মাথায় মাটি ছিল, দায়ূদের কাছে এসে সে মাটিতে পড়ে প্রণাম করল৷ অধ্যায় দেখুন |