২ শমূয়েল 1:1 - কিতাবুল মোকাদ্দস1 তালুতের মৃত্যুর পরে দাউদ আমালেকীয়দের পরাজিত করে সিক্লগে ফিরে আসলেন এবং সিক্লগে দুই দিন থাকলেন; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ1 শৌলের মৃত্যুর পর, দাউদ অমালেকীয়দের বধ করে ফিরে আসার পর সিক্লগে দু-দিন কাটিয়েছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 শৌলের মৃত্যুর পর অমালেকীদের পরাজিত করে দাউদ ফিরে এলেন এবং সিকলগে দুদিন থাকলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 শৌলের মৃত্যুর পরে এই ঘটনা হইল; দায়ূদ অমালেকীয়দিগকে বধ করিয়া ফিরিয়া আসিলেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 দায়ূদ অমালেকীয়দের পরাজিত করে সিক্লগে ফিরে গেলেন। শৌলের মৃত্যুর ঠিক পরে দায়ূদ সিক্লগে দু’দিন থাকলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 শৌলের মৃত্যুর পরে এই ঘটনা হল; দায়ূদ অমালেকীয়দেরকে হত্যা করে ফিরে এলেন; আর দায়ূদ সিক্লগ (শহরে) দুই দিন থাকলেন; অধ্যায় দেখুন |