২ রাজাবলি 24:11 - কিতাবুল মোকাদ্দস11 যখন তাঁর গোলামেরা নগর অবরোধ করছিল তখন ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার নগরের কাছে আসলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ11 এবং ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের কর্মকর্তারা যখন নগরটি অবরুদ্ধ করে রেখেছিল, তখন তিনি স্বয়ং সেখানে উপস্থিত হলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 অবরোধ চলাকালে রাজা নেবুকাডনেজার স্বয়ং জেরুশালেমে আসেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 যখন তাঁহার দাসগণ নগর অবরোধ করিতেছিল, তখন বাবিল-রাজ নবূখদ্নিৎসর নগরের নিকটে আসিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 তারপর নবূখদ্নিৎসর স্বয়ং শহরে আসেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 তাঁর সৈন্যেরা যখন শহর অবরোধ করছিল তখন বাবিলের রাজা নবূখদ্নিৎসর নিজে শহরে গিয়েছিলেন। অধ্যায় দেখুন |