২ রাজাবলি 17:3 - কিতাবুল মোকাদ্দস3 তাঁর বিরুদ্ধে আসেরিয়ার বাদশাহ্ শালমানেসার যুদ্ধযাত্রা করলেন; তাতে হোসিয়া তাঁর গোলাম হলেন ও তাঁকে উপঢৌকন দিতে লাগলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ3 আসিরিয়ার রাজা শল্মনেষর সেই হোশেয়কে আক্রমণ করতে এলেন, যিনি আগে শল্মনেষরের কেনা গোলাম ছিলেন এবং তাঁকে রাজকরও দিতেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 আসিরিয়ার সম্রাট শালমানেসের হোশেয়র রাজ্য আক্রমণ করায় হোশেয় তাঁর বশ্যতা স্বীকার করেন এবং প্রতি বছর তাঁকে কর দিতে থাকেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তাঁহার বিরুদ্ধে অশূর-রাজ শল্মনেষর যুদ্ধযাত্রা করিলেন; তাহাতে হোশেয় তাঁহার দাস হইলেন ও তাঁহাকে উপঢৌকন দিতে লাগিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 অশূররাজ শল্মনেষর হোশেয়র বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, যিনি একদা তাঁর ভৃত্য ছিলেন এবং যিনি তাঁকে বশ্যতার কর দিতেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 অশূর রাজা শল্মনেষর হোশেয়কে আক্রমণ করতে আসলেন। তার ফলে হোশেয় তাঁর দাস হলেন এবং তাঁকে উপঢৌকন দিতে লাগলেন। অধ্যায় দেখুন |
অতএব, হে আমাদের আল্লাহ্, মহান, বিক্রমশালী ও ভয়ঙ্কর আল্লাহ্, তুমি নিয়ম পালন ও অটল মহব্বত প্রকাশ করে থাক; আসেরিয়া-বাদশাহ্দের সময় থেকে আজ পর্যন্ত আমাদের উপরে, আমাদের বাদশাহ্দের, কর্মকর্তাদের, ইমামদের, নবীদের, পূর্বপুরুষদের ও তোমার সকল লোকের উপরে যে সমস্ত দুঃখ-কষ্ট ঘটছে, সেসব তোমার দৃষ্টিতে ক্ষুদ্র মনে না হোক।