Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 8:3 - কিতাবুল মোকাদ্দস

3 পরে সোলায়মান হমাৎ-সোবাতে গিয়ে তা বশীভূত করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 শলোমন পরে হমাৎ-সোবাতে গিয়ে সেটি অধিকার করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 হমাত ও সোবাহ্ অঞ্চল তিনি অধিকার করলেন এবং

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 পরে শলোমন হমাৎ-সোবাতে গিয়া তাহা বশীভূত করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 অতঃপর তিনি সোবাতের হমাৎ দখল করেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তারপর শলোমন হমাৎ-সোবাতে গিয়ে সেটা দখল করলেন।

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 8:3
9 ক্রস রেফারেন্স  

আর যে সময়ে সোবার বাদশাহ্‌ হদদেষর ফোরাত নদীর কাছে তাঁর কর্তৃত্ব স্থাপন করতে যান, সেই সময়ে দাউদ হমাতে তাঁকে আঘাত করেন।


আর যে সময়ে সোবার বাদশাহ্‌ রহোবের পুত্র হদদেষর ফোরাত নদীর কাছে তাঁর কর্তৃত্ব পুনরায় স্থাপন করতে যান, সেই সময় দাউদ তাকে পুনরায় আক্রমণ করেন।


হোর পর্বত থেকে হমাতের প্রবেশস্থান লক্ষ্য করবে। সেখান থেকে সেই সীমা সদাদ পর্যন্ত বিস্তৃত হবে।


তাঁরা যাত্রা করে সীন মরুভূমি থেকে হমাতের প্রবেশ স্থানে অবস্থিত রহোব পর্যন্ত সমস্ত দেশ পর্যবক্ষেণ করলেন।


ইয়ারাবিমের অবশিষ্ট কাজের বৃত্তান্ত এবং সমস্ত কাজ, তিনি সবিক্রমে কিভাবে যুদ্ধ করলেন এবং এহুদার পুরানো অধিকার দামেস্ক ও হমাৎ পুনর্বার কিভাবে ইসরাইলের অধিকারে আনলেন, এসব কথা কি ইসরাইলের বাদশাহ্‌দের ইতিহাস-পুস্তকে লেখা নেই?


এর পরে, হূরম সোলায়মানকে যে সমস্ত নগর দিয়েছিলেন, সোলায়মানকে সেগুলো পুন-নির্মাণ করে সেই স্থানে বনি-ইসরাইলদেরকে বাস করালেন।


আর তিনি মরুভূমিতে তদ্‌মোর নগর নির্মাণ করলেন এবং হমাতে সমস্ত ভাণ্ডার নগর নির্মাণ করলেন।


হমাতের বাদশাহ্‌, অর্পদের বাদশাহ্‌ এবং সফর্বয়িম নগরের, হেনার ও ইব্বার বাদশাহ্‌ কোথায়?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন