২ বংশাবলি 6:31 - কিতাবুল মোকাদ্দস31 যেন আমাদের পূর্বপুরুষদেরকে তুমি যে দেশ দিয়েছ, এই দেশে তারা যত দিন জীবিত থাকে, তোমার পথে চলবার জন্য তোমাকে ভয় করে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ31 যেন তারা তোমাকে ভয় করে ও যে দেশটি তুমি আমাদের পূর্বপুরুষদের দিয়েছিলে, সেই দেশে বেঁচে থাকাকালীন তারা যেন সবসময় তোমার প্রতি বাধ্যতা দেখিয়ে চলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 যেন, আমাদের পিতৃপুরুষদের তুমি যে দেশ দিয়েছিলে, সেই দেশে তারা যতদিন বাস করবে, ততদিন তোমায় সম্ভ্রম ও সম্মান দিতে পারে এবং তোমার বাধ্য হয়ে চলতে পারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 —যেন আমাদের পিতৃপুরুষদিগকে তুমি যে দেশ দিয়াছ, এই দেশে তাহারা যত দিন জীবিত থাকে, তোমার পথে চলিবার জন্য তোমাকে ভয় করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 তাহলে যে দেশ তুমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলে, যতদিন তারা সেখানে বসবাস করবে ততদিন তোমায় সমীহ ও মান্য করবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 যেন আমাদের পূর্বপুরুষদেরকে তুমি যে দেশ দিয়েছ, এই দেশে তারা যত দিন জীবিত থাকে, তোমার পথে চলার জন্য তোমাকে ভয় করে৷ অধ্যায় দেখুন |