২ বংশাবলি 34:7 - কিতাবুল মোকাদ্দস7 আর তিনি সমস্ত কোরবানগাহ্ ভেঙে ফেললেন এবং সমস্ত আশেরা-মূর্তি ও খোদাই-করা সমস্ত মূর্তি চূর্ণ করলেন, ইসরাইল দেশের সর্বত্র সমস্ত ধূপগাহ্ কেটে ফেললেন, পরে জেরুশালেমে ফিরে আসলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ7 তিনি বেদিগুলি ও আশেরার খুঁটিগুলি ভেঙে দিলেন এবং প্রতিমার মূর্তিগুলিও ভেঙে গুঁড়ো করে দিলেন ও ইস্রায়েলের সর্বত্র সব ধূপবেদি কেটে টুকরো টুকরো করে দিলেন। পরে তিনি জেরুশালেমে ফিরে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 উত্তর রাজ্যের সমগ্র অঞ্চলের পূজাবেদী ও আশেরার প্রতীকমূর্তিগুলি ভেঙ্গে গুঁড়ো করে ধূলো করে দিলেন এবং ধূপবেদী গুলি ভেঙ্গে টুকরো টুকরো করে দিলেন। তারপর তিনি ফিরে এলেন জেরুশালেমে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর তিনি যজ্ঞবেদি সকল ভাঙ্গিয়া ফেলিলেন, এবং আশেরা-মূর্ত্তি সকল ও ক্ষোদিত প্রতিমা সকল চূর্ণ করিলেন, ইস্রায়েল দেশের সর্ব্বত্র সমস্ত সূর্য্যপ্রতিমা কাটিয়া ফেলিলেন, পরে যিরূশালেমে ফিরিয়া আসিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 যোশিয় এভাবে মূর্ত্তিপূজোর অবসান ঘটিয়েছিলেন। এই সবকটি শহরে ও শহরের প্রত্যন্ত অঞ্চলে ইস্রায়েলের সর্বত্র তিনি উচ্চস্থান ও আশেরার খুঁটি, দেবতাদের মূর্ত্তিসমূহ ভেঙে ধূলায় মিশিয়ে দিয়ে জেরুশালেমে ফিরে গেলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 তিনি সমস্ত বেদী ও আশেরা খুঁটি ভেঙে ফেললেন এবং খোদাই করা প্রতিমাগুলো ভেঙে গুঁড়ো করে ফেললেন আর ইস্রায়েলের সমস্ত জায়গায় তিনি সব ধূপদানী কেটে টুকরা টুকরা করলেন। তারপর তিনি যিরূশালেমে ফিরে আসলেন। অধ্যায় দেখুন |