২ বংশাবলি 33:15 - কিতাবুল মোকাদ্দস15 আর তিনি মাবুদের গৃহ থেকে বিজাতীয় দেবতাদের মূর্তিগুলোকে এবং মাবুদের গৃহের পর্বতে ও জেরুশালেমে তাঁর নির্মিত সমস্ত কোরবানগাহ্ তুলে নিয়ে নগর থেকে বের করে দূরে ফেল দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ15 সদাপ্রভুর মন্দির থেকে তিনি বিজাতীয় দেবতাদের দূর করলেন এবং প্রতিমার মূর্তিগুলিও দূর করলেন, এছাড়াও মন্দির-পাহাড়ের উপর ও জেরুশালেমে তিনি যেসব বেদি তৈরি করলেন, সেগুলিও তিনি উপড়ে ফেলেছিলেন; এবং সেগুলি নগরের বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 মন্দির থেকে সমস্ত অলীক দেবতা ও মূর্তি, যা তিনি মন্দিরে প্রতিষ্ঠিত করেছিলেন, সেগুলি সব সরিয়ে দিলেন। যে পাহাড়ের উপর মন্দির স্থাপিত হয়েছিল, সেই পাহাড় এবং জেরুশালেমের অন্যান্য যে সমস্ত স্থানে তিনি অন্যান্য জাতির আরাধ্য দেবতাদের পূজার বেদী তৈরী করেছিলেন, সব তুলে নিয়ে নগরের বাইরে ফেলে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আর তিনি সদাপ্রভুর গৃহ হইতে বিজাতীয় দেবগণকে ও প্রতিমাকে, এবং সদাপ্রভুর গৃহের পর্ব্বতে ও যিরূশালেমে আপনার নির্ম্মিত যজ্ঞবেদি সকল তুলিয়া লইলেন, এবং নগর হইতে বাহির করিয়া ফেলিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 তিনি সমস্ত মূর্ত্তি ও প্রতিকৃতিগুলি প্রভুর মন্দির থেকে সরিয়ে ফেলেন এবং মন্দিরের পর্বতের ওপর এবং জেরুশালেমে তাঁর বানানো বেদীগুলিও ভেঙে শহরের বাইরে ফেলে দিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 তিনি সদাপ্রভুর ঘর থেকে বিজাতীয় দেবতাদের মুর্ত্তিগুলোকে নিয়ে বাইরে ফেলে দিলেন। তিনি যিরূশালেমে এবং সদাপ্রভুর ঘরের পাহাড়ের উপরে যে সব বেদী তৈরী করেছিলেন সেগুলোও নিয়ে তিনি শহরের বাইরে ফেলে দিলেন। অধ্যায় দেখুন |