২ বংশাবলি 32:7 - কিতাবুল মোকাদ্দস7 তোমরা বলবান হও, সাহস কর, আসেরিয়ার বাদশাহ্ ও তাঁর সঙ্গী সমস্ত লোক-সমাগমের সম্মুখে ভয় পেয়ো না কিংবা নিরাশ হোয়ো না; কারণ তাঁর সহায়ের চেয়ে আমাদের সহায় মহান। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ7 “তোমরা বলবান ও সাহসী হও। আসিরিয়ার রাজাকে ও তাঁর সাথে থাকা বিশাল সৈন্যদল দেখে তোমরা ভয় পেয়ো না বা হতাশ হোয়ো না, কারণ তাঁর সাথে যে বা যারা আছে, তাদের তুলনায় আমাদের সাথে যিনি আছেন, তাঁর ক্ষমতা অনেক বেশি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তোমরা দৃঢ় প্রতিজ্ঞ হও, আত্মবিশ্বাস রাখ। আসিরীয় সম্রাট বা তাঁর সৈন্যদের দেখে ভীত হয়ো না। তাঁর চেয়ে আমরা অনেক বেশি শক্তিমান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তোমরা বলবান হও, সাহস কর, অশূর-রাজের সম্মুখে ও তাঁহার সঙ্গী সমস্ত লোক-সমারোহের সম্মুখে ভীত কি নিরাশ হইও না; কারণ তাঁহার সহায় অপেক্ষা আমাদের সহায় মহান্। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 “আপনারা শক্তিশালী হন এবং সাহস করুন। অশূর রাজা ও তাঁর বিরাট সৈন্যদল দেখে আপনারা ভয় পাবেন না অথবা হতাশ হবেন না, কারণ তাঁর সঙ্গে যারা আছে তাদের চেয়েও যিনি আমাদের সঙ্গে আছেন তিনি আরও মহান। অধ্যায় দেখুন |