২ বংশাবলি 26:8 - কিতাবুল মোকাদ্দস8 আর অম্মোনীয়েরা উষিয়কে উপঢৌকন দিল এবং তাঁর নাম মিসরের সীমা পর্যন্ত ব্যাপ্ত হল; কারণ তিনি অতিশয় শক্তিমান হলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ8 অম্মোনীয়েরা উষিয়ের কাছে রাজকর নিয়ে এসেছিল, এবং তাঁর খ্যাতি একেবারে মিশরের সীমানা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, কারণ তিনি খুব শক্তিশালী হয়ে উঠেছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 আম্মোনীদের উৎসিয়কে করদান করত। তিনি এত শক্তিশালী হয়ে উঠেছিলেন যে তাঁর খ্যাতি মিশর দেশ পর্যন্ত বিস্তার লাভ করেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 আর অম্মোনীয়েরা উষিয়কে উপঢৌকন দিল, এবং তাঁহার নাম মিসরের সীমা পর্য্যন্ত ব্যাপ্ত হইল; কারণ তিনি অতিশয় শক্তিমান্ হইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 অম্মোনীয়রা উষিয়র বশ্যতা স্বীকার করে তাঁকে উপঢৌকন পাঠায়। তাঁর অসীম সাহসের খ্যাতি মিশরের সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে কারণ তিনি খুব ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 অম্মোনীয়েরা উষিয়কে উপহার দিল এবং তাঁর সুনাম মিশরের সীমানা পর্যন্ত ছড়িয়ে পড়ল; কারণ তিনি খুব শক্তিশালী হয়ে উঠেছিলেন। অধ্যায় দেখুন |