২ বংশাবলি 24:9 - কিতাবুল মোকাদ্দস9 আর আল্লাহ্র গোলাম মূসা যে কর মরুভূমিতে ইসরাইলের দেয় বলে নির্ধারণ করেছিলেন, মাবুদের উদ্দেশে তা আনবার কথা তারা এহুদা ও জেরুশালেমে ঘোষণা করলো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ9 পরে যিহূদা ও জেরুশালেমে এই আদেশ জারি করা হল যে মরুপ্রান্তরে ঈশ্বরের দাস মোশি ইস্রায়েলের জন্য যে কর ধার্য করে দিলেন, লোকেরা সবাই যেন সদাপ্রভুর কাছে তা নিয়ে আসে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 তাঁরা সমগ্র যিহুদীয়া ও জেরুশালেমে ঘোষণা করে দিলেন যেন প্রান্তরে থাকাকালে ঈশ্বরের সেবক মোশি প্রথম যে উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করেছিলেন, সেই উদ্দেশ্যেই সমস্ত প্রজা যেন অর্থ দান করে যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 আর ঈশ্বরের দাস মোশি যে কর প্রান্তরে ইস্রায়েলের দেয় বলিয়া নিরূপণ করিয়াছিলেন, সদাপ্রভুর উদ্দেশে তাহা আনিবার কথা তাহারা যিহূদা ও যিরূশালেমে ঘোষণা করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 এরপর লেবীয়রা যিহূদা ও জেরুশালেমের লোকদের প্রভুর জন্য কর দেবার কথা ঘোষণা করেন। ঈশ্বরের জন্য ইস্রায়েলীয়রা যখন মরুভূমিতে দিন কাটাচ্ছিল তখন এইভাবে মোশি এই কর সংগ্রহ করেছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 আর ঈশ্বরের দাস মোশি যে কর মরুপ্রান্তে দিতে হবে বলে ঠিক করেছিল, সদাপ্রভুর কাছে নিয়ে আসার কথা তারা যিহূদা ও যিরূশালেমে ঘোষণা করল। অধ্যায় দেখুন |