২ বংশাবলি 23:7 - কিতাবুল মোকাদ্দস7 আর লেবীয়েরা প্রত্যেক নিজ নিজ হাতে অস্ত্র নিয়ে বাদশাহ্কে বেষ্টন করবে, আর যে কেউ বাড়িতে প্রবেশ করবে, তাকে মেরে ফেলা হবে; এবং বাদশাহ্ যখন ভিতরে আসেন, কিংবা বাইরে যান, তখন তোমরা তাঁর সঙ্গে থাকবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ7 লেবীয়দের প্রত্যেককে, হাতে অস্ত্রশস্ত্র নিয়ে রাজাকে ঘিরে ধরে থাকতে হবে। যে কেউ মন্দিরে প্রবেশ করবে, তাকে মেরে ফেলতে হবে। রাজা যেখানে যেখানে যাবেন, তোমরা তাঁর কাছাকাছি থেকো।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 লেবীয়রা খোলা তরবারি হাতে রাজাকে ঘিরে থাকবেন এবং যেখানে তিনি যাবেন, সেখানে তাঁর সঙ্গে যাবেন। অন্য কেউ মন্দিরে প্রবেশের চেষ্টা করলে তাকে হত্যা করা হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর লেবীয়েরা প্রত্যেক জন স্ব স্ব হস্তে অস্ত্র লইয়া রাজাকে বেষ্টন করিবে, আর যে কেহ গৃহে প্রবেশ করিবে, সে হত হইবে; এবং রাজা যখন ভিতরে আইসেন, কিম্বা বাহিরে যান, তখন তোমরা তাঁহার সঙ্গে থাকিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 লেবীয়দের তরবারি ধারণ করতে হবে এবং সব সময় রাজার কাছাকাছি থাকতেই হবে। কেউ যদি মন্দিরে ঢোকার চেষ্টা করে তাকে যেন হত্যা করা হয়।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 আর লেবীয়েরা প্রত্যেকে নিজের নিজের অস্ত্র হাতে নিয়ে রাজার চারপাশ ঘিরে থাকবে, আর যে কেউ গৃহে ঢুকবে, তাকে মেরে ফেলা হবে এবং রাজা যখন ভিতরে যাওয়া-আসা করেন, তখন তোমরা তাঁর সঙ্গে থাকবে।” অধ্যায় দেখুন |