২ বংশাবলি 17:16 - কিতাবুল মোকাদ্দস16 তাঁর পরে সিখ্রির পুত্র অমসিয়; সেই ব্যক্তি নিজেকে মাবুদের উদ্দেশে স্বেচ্ছায় নিয়োজিত করেছিলেন; তাঁর সঙ্গে দুই লক্ষ বলবান বীর ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ16 তাঁর পরে, 2,00,000 যোদ্ধা সমেত সিখ্রির ছেলে সেই অমসিয়, যিনি সদাপ্রভুর সেবা করার জন্য নিজেই স্বেচ্ছাসেবক হলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 তৃতীয় স্থানে ছিলেন সিক্রির পুত্র অমসিয়। তাঁর অধীনে ছিল 200,000 জন সৈন্য। (অমসিয় নিজেকে প্রভু পরমেশ্বরের সেবায় উৎসর্গ করেছিলেন)। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তাঁহার পরে সিখির পুত্র অমসিয়; সেই ব্যক্তি আপনাকে সদাপ্রভুর উদ্দেশে স্বেচ্ছায় উৎসর্গ করিয়াছিলেন; তাঁহার সহিত দুই লক্ষ বলবান বীর ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 সিখির পুত্র অমসিয়, প্রভুর সেবায় একজন স্বেচ্ছাসেবক, 200,000 ধনুর্ধর সেনার সেনাপতি ছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 তাঁর পরে সিখ্রির ছেলে অমসিয়; সেই ব্যক্তি নিজেকে সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন; তাঁর সঙ্গে দু লক্ষ বলবান বীর ছিল। অধ্যায় দেখুন |