২ করিন্থীয় 3:10 - কিতাবুল মোকাদ্দস10 কারণ যা একদা মহিমাযুক্ত করা হয়েছিল, এখনকার মহান মহিমার কারণে তার সেই মহিমা হারিয়ে ফেলেছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ10 প্রকৃতপক্ষে, যা ছিল মহিমাময়, তা বর্তমানের বহুগুণে শ্রেষ্ঠতর মহিমার তুলনায় কোনো মহিমাই নয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 বস্তুতঃ এক কালে যা গৌরবদীপ্ত ছিল তা এখন গৌরববিহীন হয়েছে কারণ উজ্জ্বলতর এক মহিমা তাকে করেছে ম্লান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 কারণ যাহা তেজযুক্ত করা হইয়াছিল, তাহা এ বিষয়ে সেই অতিরিক্ত তেজ প্রযুক্ত তেজযুক্ত হয় নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 বাস্তবিক, তুলনায় নতুন বিধি-ব্যবস্থার মহিমার উজ্জ্বলতার কাছে পুরানো বিধি-ব্যবস্থার মহিমা ম্লান হয়ে যায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 আগে যে সব গৌরবপূর্ণ ছিল এখন তার আর গৌরব নেই। কারণ তার থেকে এখনকার ব্যবস্থা অনেক বেশি গৌরবময়, অধ্যায় দেখুন |