Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ করিন্থীয় 10:17 - কিতাবুল মোকাদ্দস

17 তবে “যে গর্ব করে, সে প্রভুতেই গর্ব করুক;”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

17 তাই, “যে গর্ব করে, সে প্রভুতেই গর্ব করুক।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 “যে গর্ব করতে চায় সে প্রভুরই গর্ব করুক”।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 তবে “যে শ্লাঘা করে, সে প্রভুতেই শ্লাঘা করুক;”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 তবে, “যে গর্ব করতে চায় সে প্রভুকে নিয়েই গর্ব করুক।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 কিন্তু পবিত্র শাস্ত্রের কথায়, “যে অহঙ্কার করে, সে প্রভুকে নিয়েই অহঙ্কার করুক।”

অধ্যায় দেখুন কপি




২ করিন্থীয় 10:17
13 ক্রস রেফারেন্স  

“যে ব্যক্তি গর্ব করে, সে প্রভুতেই গর্ব করুক”।


যে ব্যক্তি দুনিয়াতে নিজেকে দোয়া করবে, সে বিশ্বস্ততার আল্লাহ্‌র নামে নিজেকে দোয়া করবে; এবং যে ব্যক্তি দুনিয়াতে শপথ করবে, সে বিশ্বস্ততার আল্লাহ্‌র নামে শপথ করবে; কেননা পূর্বকালীন সমস্ত সঙ্কট লোকে ভুলে যাবে ও আমার দৃষ্টি থেকে তা লুকাবে।


যেন কোন মানুষ আল্লাহ্‌র সাক্ষাতে গর্ব না করতে পারে।


আর তুমি সত্যে, ন্যায়ে ও ধার্মিকতায় ‘জীবন্ত মাবুদের কসম’ বলে শপথ করবে, আর জাতিরা তাঁতেই দোয়া লাভ করবে, তাঁকে নিয়েই গর্ব করবে।


তাঁর পবিত্র নামের গর্ব কর; যারা মাবুদের খোঁজ করে তাদের অন্তর আনন্দ করুক।


আমরাই তো সত্যিকারের খৎনা করানো লোক, আমরা যারা আল্লাহ্‌র রূহে এবাদত করি ও মসীহ্‌ ঈসাতে গর্ব করি এবং বাহ্যিক আচার-অনুষ্ঠানের উপর নির্ভর করি না।


কেবল তা নয়, কিন্তু আমাদের প্রভু ঈসা মসীহ্‌ দ্বারা আল্লাহ্‌কে নিয়ে গর্ব বোধ করে থাকি, যাঁর মাধ্যমে এখন আমরা সেই সম্মিলন লাভ করেছি।


মাবুদেই ইসরাইলের সমস্ত বংশ ধার্মিক বলে গণ্য হবে ও গৌরব লাভ করবে।


তুমি তাদের ঝাড়বে, বায়ু তাদেরকে উড়িয়ে নেবে ও ঘূর্ণিবাতাস তাদের ছিন্নভিন্ন করবে; আর তুমি মাবুদে উল্লাস করবে, ইসরাইলের পবিত্রতমকে নিয়ে গর্ব করবে।


যেন আমি তোমার মনোনীত লোকদের মঙ্গল দেখি, যেন তোমার জাতির আনন্দে আনন্দ করি, যেন তোমার অধিকারের সঙ্গে শ্লাঘা করি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন