১ শমূয়েল 9:23 - কিতাবুল মোকাদ্দস23 পরে শামুয়েল পাচককে বললেন, আমি যে অংশ তোমাকে দিয়ে তোমার কাছ রাখতে বলেছিলাম, তা নিয়ে এসো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ23 শমূয়েল রাঁধুনীকে বললেন, “মাংসের যে টুকরোটি আমি তোমায় সরিয়ে রাখতে বলেছিলাম, সেটি নিয়ে এসো।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 শমুয়েল পাচককে বললেন, বলির মাংসের যে অংশটি আমি তোমার হাতে দিয়ে পৃথক করে রাখতে বলেছিলাম, সেটি নিয়ে এস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 পরে শমূয়েল পাচককে কহিলেন, আমি যে অংশ তোমাকে দিয়া তোমার কাছে রাখিতে বলিয়াছিলাম, তাহা আন। তাহাতে পাচক ঊরু ও তাহার উপরে যাহা ছিল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 শমূয়েল পাচককে বলল, “সরিয়ে রাখার জন্য যে মাংস আমি তোমাকে দিয়েছিলাম সেটা এবার আমায় দাও।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 পরে শমূয়েল যে লোকটি রান্না করেছে তাকে বললেন, “যে মাংস আলাদা করে রাখবার জন্য তোমাকে দিয়েছিলাম সেটা নিয়ে এস।” অধ্যায় দেখুন |