১ শমূয়েল 7:4 - কিতাবুল মোকাদ্দস4 তখন বনি-ইসরাইল বাল দেবতা ও অষ্টারোৎ দেবীদেরকে দূর করে কেবল মাবুদের সেবা করতে লাগল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 অতএব ইস্রায়েলীরা তাদের বায়াল-দেবতাদের ও অষ্টারোৎ দেবীদের দূর করে দিল, এবং একমাত্র সদাপ্রভুরই সেবা করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তখন ইসরায়েলী জনগণ বেল এবং অষ্টারোৎ দেবদেবীদের দূর করে একমাত্র প্রভু পরমেশ্বরেরই সেবা করতে লাগল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তখন ইস্রায়েল-সন্তানগণ বাল দেবগণকে ও অষ্টারোৎ দেবীগণকে দূর করিয়া কেবল সদাপ্রভুর সেবা করিতে লাগিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 একথা শুনে ইস্রায়েলীয়রা বাল এবং অষ্টারোতের মূর্ত্তি ফেলে দিয়ে কেবলমাত্র প্রভুরই সেবা করতে লাগল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তখন ইস্রায়েল সন্তানেরা বাল দেবতাদের ও অষ্টারোৎ দেবীর মুর্ত্তিগুলো দূর করে শুধু সদাপ্রভুর সেবা করতে লাগল। অধ্যায় দেখুন |