Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 4:22 - কিতাবুল মোকাদ্দস

22 সে বললো, ইসরাইল থেকে প্রতাপ গেল, কারণ আল্লাহ্‌র সিন্দুক দুশমনদের হস্তগত হয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

22 সে বলল, “ইস্রায়েল থেকে প্রতাপ চলে গিয়েছে, কারণ ঈশ্বরের সিন্দুক শত্রুদের করায়ত্ত হয়েছে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 সে কহিল, ইস্রায়েল হইতে প্রতাপ গেল, কারণ ঈশ্বরের সিন্দুক শত্রুহস্তগত হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 সে বলল, “ইস্রায়েলের মহিমা নিয়ে নেওয়া হয়েছে” কারণ পলেষ্টীয়রা ঈশ্বরের পবিত্র সিন্দুক নিয়ে গিয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 সে বলল, “ইস্রায়েল থেকে গৌরব চলে গেল, কারণ ঈশ্বরের সিন্দুক শত্রুদের হাতে চলে গেছে।”

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 4:22
8 ক্রস রেফারেন্স  

তাঁর সাহাবীদের মনে পড়লো যে, লেখা আছে, “তোমার গৃহ-বিষয়ক গভীর আগ্রহ আমাকে গ্রাস করবে।”


পরে সে বালকটির নাম ঈখাবোদ (হীনপ্রতাপ) রেখে বললো, ইসরাইল থেকে প্রতাপ গেল; কেননা আল্লাহ্‌র সিন্দুক দুশমনদের হস্তগত হয়েছিল এবং তার শ্বশুরের ও স্বামীর মৃত্যু হয়েছিল।


ফিলিস্তিনীরা আল্লাহ্‌র সিন্দুক নিয়ে এবন্‌-এষর থেকে অস্‌দোদে এনেছিল।


আর তোমার দুই পুত্র, হফ্‌নি ও পীনহসের উপরে যা ঘটবে, তা তোমার জন্য চিহ্ন হবে; তারা দু’জন এক দিনে মারা যাবে।


আমি আলীর কুলের বিষয়ে যা যা বলেছি, সেসব সেদিন তার বিরুদ্ধে প্রথম থেকে শেষ পর্যন্ত সফল করবো।


তাদের ইমামেরা তলোয়ারের আঘাতে মারা পড়লো, তাদের বিধবারা কান্নাকাটি করলো না।


তিনি তাঁর ক্রোধে সিয়োন-কন্যাকে কেমন মেঘাচ্ছন্ন করেছেন! তিনি ইসরাইলের শোভা বেহেশত থেকে ভূতলে নিক্ষেপ করেছেন; তিনি তাঁর ক্রোধের দিনে তাঁর পাদপীঠ স্মরণ করেন নি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন