১ শমূয়েল 30:27 - কিতাবুল মোকাদ্দস27 বেথেল, দক্ষিণাঞ্চলস্থ রামোৎ, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ27 দাউদ তাঁদেরই কাছে সেগুলি পাঠালেন, যাঁরা বেথেল, নেগেভের রামোৎ ও যত্তীরে থাকতেন; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27-31 বেথেল, দক্ষিণ অঞ্চলের রামোৎ, যত্তীয়, আরোয়েব, শিফমোৎ, ইষ্টিমোয়, রাখাল, যিরহমেলী ও কেনী উপজাতিদের নগর-হর্মা, বোর-আশান, আথাক ও হিব্রোণ ইত্যাদি স্থানে যেখানে দাউদ ও তাঁর সঙ্গীরা যাতায়াত করতেন, সেই সব জায়গার অধিবাসীদের কাছে তিনি উক্ত উপহার পাঠিয়ে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 বৈথেল, দক্ষিণাঞ্চলস্থ রামোৎ, যত্তীর, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 দায়ূদ অমালেকীয়দের কাছ থেকে নেওয়া জিনিসপত্র থেকে কিছু বৈথেল, নেগেভের রামোৎ এবং যত্তীরের নেতাদের কাছে পাঠালেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী27 বৈথেল, দক্ষিণ অঞ্চলে অবস্থিত রামোৎ, অধ্যায় দেখুন |