১ শমূয়েল 30:19 - কিতাবুল মোকাদ্দস19 তাদের ছোট বা বড়, পুত্র বা কন্যা অথবা দ্রব্য-সামগ্রী ইত্যাদি যা কিছু ওরা নিয়ে গিয়েছিল, তার কিছুরই ত্রুটি হল না; দাউদ সমস্তই ফিরিয়ে আনলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ19 কোনো কিছুই হারায়নি: অল্পবয়স্ক বা বয়সে বৃদ্ধ, ছেলে বা মেয়ে, লুন্ঠিত জিনিসপত্র বা তারা নিয়ে গিয়েছিল এমন অন্য সবকিছু দাউদ ফিরিয়ে নিয়ে এলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 তাঁর দুই স্ত্রীকেও তিনি মুক্ত করলেন। তাদের পুত্রকন্যা, ছোটবড় সব লোক এবং যাবতীয় জিনিসপত্র যা অমালেকীরা নিয়ে গিয়েছিল তার কিছুই খোওয়া যায়নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 তাহাদের ছোট কি বড়, পুত্র কি কন্যা, অথবা দ্রব্য-সামগ্রী প্রভৃতি যাহা কিছু উহারা লইয়া গিয়াছিল, তাহার কিছুরই ত্রুটি হইল না; দায়ূদ সমস্তই ফিরাইয়া আনিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 কিছুই খোয়া যায় নি। শিশু বৃদ্ধ সকলকেই ফিরে পাওয়া গেল। তারা তাদের সব ছেলে মেয়েদের এবং তাদের দামী জিনিসপত্র সব ফিরে পেল। দায়ূদ সব ফিরিয়ে নিয়ে এলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 তাদের ছোট কি বড়, পুত্র কি কন্যা, অথবা দ্রব্য সামগ্রী প্রভৃতি যা ওরা নিয়ে গিয়েছিল, তার কিছুই বাদ গেল না; দায়ূদ সবই ফিরিয়ে আনলেন৷ অধ্যায় দেখুন |