১ শমূয়েল 27:4 - কিতাবুল মোকাদ্দস4 পরে দাউদ পালিয়ে গাতে গেছেন, এই সংবাদ তালুতের কানে আসলে তিনি আর তাঁর খোঁজ করলেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 শৌলকে যখন বলা হল দাউদ গাতে পালিয়ে গিয়েছেন, তখন তিনি আর তাঁর খোঁজ করেননি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 দাউদ গাতে পালিয়ে গেছেন-এই সংবাদ শৌলের কাছে পৌঁছালে তিনি তাঁর খোঁজ করা ছেড়ে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 পরে দায়ূদ পলাইয়া গাতে গিয়াছেন, এই সংবাদ শৌলের কর্ণগোচর হইলে তিনি আর তাঁহার অন্বেষণ করিলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 সবাই শৌলকে বলল, দায়ূদ গাৎ দেশে পালিয়ে গেছে। তাই শৌল আর দায়ূদকে খুঁজলেন না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 শৌল যখন জানতে পারলেন যে, দায়ূদ গাতে পালিয়ে গেছেন তখন তিনি তাঁর খোঁজ করা বন্ধ করে দিলেন। অধ্যায় দেখুন |